করোনা ছড়ানোর দায়ে কড়া শাস্তি, চিনকে একঘরে করার প্রক্রিয়া শুরু আমেরিকার!
সারা বিশ্ব জুড়ে যে করোনা মহামারীতে জর্জরিত মানুষ। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দৃঢ় বিশ্বাস যে চিনের জন্য সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এই মারণ সংক্রমণ। আর তাই চিন ও আমেরিকার মধ্যে যে সম্পর্ক ছিল তা পুরোপুরি ভেঙ্গে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই পথেই এক পা এগিয়ে এদিন বড় ঘোষণা করল আমেরিকা।

আমেরিকার শেয়ারবাজার থেকে ব্যান হল চিনের কোম্পানি
আমেরিকার সিনেট একটা বড় পদক্ষেপ নিয়ে জানিয়ে দেয়, চিনের ৮০০টি কোম্পানি আমেরিকার শেয়ারবাজার থেকে ব্যান করে দেওয়ার বিল পাস করা হয়েছে। আমেরিকার এরকম সিদ্ধান্ত নেওয়ার ফলে ৩৫ লক্ষ কোটি টাকা ক্ষতিগ্রস্ত হবে চিন।

বহু নামিদামী কোম্পানিকেও বাদ দেওয়া হয়েছে
যে কোম্পানি গুলিকে আমেরিকার শেয়ার বাজার থেকে ডিলিট করা হয়েছে সেই তালিকায় রয়েছে বহু নামিদামি কোম্পানির নামও যাদের মধ্যে উল্লেখ যোগ্য রয়েছে আলিবাবা, বাইডু এর মতো বড় বড়ো কোম্পানির নাম।

চিন থেকে ভারতমুখী হচ্ছে বিনিয়োগকারীরা
ইতিমধ্যেই ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারত গড়ে তোলার ডাক দিয়েছেন যেখানে বিদেশি পণ্য বর্জন করে স্বদেশী পণ্য কে কেনার জন্য দেশের জনগণকে আহ্বান জানিয়েছেন। আর এই আত্মনির্ভর প্রকল্পের ঘোষণা করার পর থেকেই চিন থেকে অধিকাংশ কোম্পানিগুলি তাদের ব্যবসা গুটিয়ে ভারতে বিনিয়োগ করতে চাইছে।

বড় ধাক্কা খেল চিন
এরই মধ্যে আমেরিকার এই সিদ্ধান্তের জেরে বিশাল অঙ্কের টাকার প্রবাহকে আটকে গেল চিনের ক্ষেত্রে। চিনের জিডিপি বাকি উন্নয়নশীল দেশের থেকে অনেকগুণ বেশি তাই চিনকে আর্থিকভাবে দুর্বল করার ক্ষমতা রয়েছে একমাত্র আমেরিকার কাছে। আর তাই করছে আমেরিকা।
ঋণের কিস্তি স্থগিতের বিষয়ে বড় ঘোষণা আরবিআই গভর্নরের! করোনা-আম্ফানের মাঝে স্বস্তিতে মধ্যবিত্ত