For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনায় মৃত্যুপুরী আমেরিকায় 'কোভিড পার্টি' অব্যাহত! দৈনিক বৃদ্ধি অব্যাহত

করোনা ভাইরাস আদৌ কি আছে বাস্তবে! যাচাই করতে গিয়ে ব্যক্তির করুণ পরিণতি

  • |
Google Oneindia Bengali News

করোনার জেরে একের পর এক পরিস্থিতি ক্রমাগত উদ্বেগে রাখছে আমেরিকাকে । যে দেশে প্রায় ৪০ শতাংশ মানুষের করোনার কোনও উপসর্গই নেই। এমন পরিস্থিতিতে সেদেশে করোনার পরিসংখ্যান নিয়ে ভয়াবহ তথ্য সামনে আসছে।সেদেশে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা নিউইয়র্কে। যেখানে বাগ মানছে না কোভিড পার্টি। নিউ ইয়র্কে ৪২৭৬৩৮ জন করোনায় আক্রান্ত। ক্যালিফোর্নিয়ায় ৩ লাখ, ফ্লোরিডায় ৩২ লাখ মানুষ আক্রান্ত। আমেরিকায় মোট ৩৪১৪১০৫ জন আক্রান্ত কোভিডে। তবুও সেখানে মানুষের মধ্যে সচেতনার অভাব বারবার ফুটে উঠছে।

করোনা ভাইরাস আদৌ কি আছে বাস্তবে! যাচাই করতে গিয়ে ব্যক্তির করুণ পরিণতি

করোনা ভাইরাস ক্রমেই নিজের দানবীয় হাত লম্বা করতে শুরু করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে এই ভাইরাসের জেরে প্রতিদিন ৬০ হাজারের বেশি করোনা রোগী আক্রান্ত হচ্ছেন। এদিকে, সেদেশেরই এক নাগরিকের অদ্ভুত এক কাণ্ড তাঁকে মর্মান্তিক পরিস্থিতির দিকে নিয়ে যায়।

করোনা ভাইরাস আদৌ কি সত্যি রয়েছে, নাকি গুজব? এই প্রশ্ন ছিল ব্যক্তির মনে। আর সেই প্রশ্ন থেকেই ব্যক্তি এক করোনা পার্টিতে যোগ দেন। সেখানে গিয়ে তিনি দেখতে চান যে সত্য়িই করোনা ভাইরাস থেকে কোনও রোগ সংক্রমিত হয় কী না। এই পার্টিতে যোগ দেওয়ার পরই করোনায় সংক্রমিত হতে শুরু করেন ওই ব্যক্তি। ব্যক্তির স্ত্রী একথা জানিয়েছেন।

এদিকে, করোনার প্রবল দংশনে আক্রান্ত হয়ে ওই ব্যক্তি নিউ ইয়র্কের লেনক্স হাসপাতালে মারা যান। ঘটনায় স্তম্ভিত অনেকেই। চিকিৎসকরা বলছেন, করোনা পার্টি এই মুহূর্তে সবচেয়ে বড় বিষাক্ত একটি 'কনসেপ্ট'। যার শিকার হয়ে বহু মার্কিনি মারা গিয়েছেন।

আমেরিকায় করোনায় মোট আক্রান্তের ৪০ শতাংশই উপসর্গহীনআমেরিকায় করোনায় মোট আক্রান্তের ৪০ শতাংশই উপসর্গহীন

English summary
Is Coronavirus Real, Man attends Covid party to check that
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X