For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদাখ সীমান্তে যুদ্ধের আবহ চিন নিজের সুবিধার্থে তৈরি করছে! বেজিংয়ের গোপন অভিসন্ধি ফাঁস আমেরিকার

লাদাখ সীমান্তে যুদ্ধের আবহ চিন নিজের সুবিধার্থে তৈরি করছে! বেজিংয়ের গোপন অভিসন্ধি ফাঁস আমেরিকার

  • |
Google Oneindia Bengali News

চিনকে ঘিরে একের পর এক উদ্বেগের পরিস্থিতি গোটা বিশ্বের কূটনীতিতে চাঞ্চল্য় তৈরি করেছে। বেজিং এর টুঁটি টিপে ধরতে এক চুল জমি ছাড়তে রাজি নয় আমেরিকা। পুরনো বাণিজ্যিক শত্রুতা চিনের সঙ্গে থাকলেও, মার্কিন যুক্তরাষ্ট্র আপাতত করোনার আবহে চিনকে সাঁড়াশি আক্রমণে জেরবার করতে প্রস্তুত। এমন অবস্থায় লাদাখ নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

 মাইক পম্পেওর দাবি

মাইক পম্পেওর দাবি

মার্কিন সচিব মাইক পম্পেও দাবি করেছেন, ভারতের সঙ্গে সীমান্ত সংঘাত নিয়ে যে পারদ চিন চড়াচ্ছে তা নিডের সুবিধার্থে ব্যবহার করতে চাইছে বেজিং। এমন আবহ গড়ে তুলে ওয়াশিংটনকে প্রচ্ছন্ন হুমকি দিতে চাইছে জিনপিং এর দেশ। এমনই মত মার্কিন সচিব মাইক পম্পেওর।

লাদাখে বিশেষ অস্ত্র

লাদাখে বিশেষ অস্ত্র

লাদাখ সীমান্তে চিনের দিকে বেশ কিছু উন্নতমানের অস্ত্র মজুত করা হয়েছে বলে খবর। সেখানে চিন সীমান্তে উচ্চ অক্ষাংশে রাখা যায় এমন বিশেষ ধরনের অস্ত্র রাখার বন্দোবস্ত করা হয়েছে।

কয়েক মাস ধরে চিন চেষ্টা করছে..

কয়েক মাস ধরে চিন চেষ্টা করছে..

মার্কিন সচিবের দাবি, এখনই নয়, চিনের কমিউনিস্ট পার্টি বহু মাস ধরেই হুমকি , উদ্বেগের বাতাবরণ তৈরির চেষ্টা করছে। ভারত চিন সীমান্ত এর যেমন উদাহরণ, তেমনই দক্ষিণ চিন সাগরে ভারতের সঙ্গে চিনের ঠান্ডা লড়াই এর একটি উদাহরণ।

 প্রস্তুত আমেরিকা

প্রস্তুত আমেরিকা

চিনের বিরুদ্ধে ঘুঁটি সাজাতে আমেরিকা প্রথম থেকেই ভারতে পাশে চেয়েছে। বারবার চিন ভারত সমস্যায় মধ্যস্থতার বার্তা দিয়ে এই কূটনীতির মধ্যে প্রবেশ করার জন্যও চেষ্টা করেছে। যে অঙ্ক মেনে নেয়নি ভারত বা চিন। এবার আমেরিকার দাবি, চিন ভারত সীমান্তে উদ্বেগ তৈরি করে যে বাতাবরণ তৈরি করেছে সেদিক স্পষ্ট নজর দিয়ে বসে রয়েছে আমেরিকা। কোনও মতেই চিনকে 'সূচাগ্র মেদিনী' ছাড়তে নারাজ মার্কিন যুক্তরাষ্ট্র।

MSME শিল্পে নগদ প্রবাহ বাড়াতে ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা মোদী সরকারেরMSME শিল্পে নগদ প্রবাহ বাড়াতে ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা মোদী সরকারের

English summary
USA says, China using Indian border tension for their own profit
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X