লাদাখ ইস্যুতে 'বন্ধুর' পাশেই আছি, চিনের বিরুদ্ধে ভারতের পাশেই আছে বাইডেন প্রশাসন
লাদাখ দ্বন্দ্বে ভারতের পাশে থাকার বার্তা দিল আমেরিকা। মঙ্গলবার বেজিংয়ের আক্রমণাত্মক মনোভাবের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে দিল্লির পাশে দাঁড়ানোর বার্তা দিল ওয়াশিংটন। পাশাপাশি চলমান দ্বন্দ্বের শান্তিপূর্ণ মিটমাট চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাছাড়া প্রতিবেশী দেশের দিকে চিনের মনোভাবেরও নিন্দা জানায় আমেরিকা।

বেজিংয়ের মনোভাব নিয়ে উদ্বিগ্ন
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস বলেন, 'আমরা বেজিংয়ের মনোভাব এবং কার্য পদ্ধতিতে উদ্বিগ্ন। আমরা আগের মতোই আমাদের বন্ধুদের পাশে থাকার বিষয়ে অঙ্গীকারবদ্ধ। আমরা আমাদের পার্টনারদের পাশেই থাকব সবসময়। ইন্দো-প্যাসিফিক এলাকায় আমাদের বন্ধুরাষ্ট্রের মঙ্গলের জন্য আমরা সব সময় দৃঢ় ভাবে দাঁড়িয়ে থাকব।'

ভারত-চিন স্ট্যান্ড-অফ
লাদাখে ভারত-চিন স্ট্যান্ড-অফ প্রসঙ্গে বলতে গিয়ে নেড প্রাইস বলেন, 'মার্কিন যুক্তরাষ্ট্র এই পরিস্থিতির শান্তিপূর্ণ মিটমাট চাইছে। আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। আমরা জানি ইতিমধ্যেই ভারত এবং চিনের সরকার এই বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা চালাচ্ছে। আমরা দুই দেশের মধ্যে এই আলোচনার বিষয়টিকে স্বাগত জানাচ্ছি। দুই দেশ যদি নিজেদের মধ্যে আলোচনা করে সমস্যা মেটাতে পারেন, তার থেকে ভালো কিছু বতে পারে না।'

ভারতের সঙ্গে সর্বোচ্চ পর্যায়ে আলোচনা চালিয়ে যাবে আমেরিকা
এরপর নেড প্রাইস মার্কিন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন এবং ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের আলোচনার প্রসঙ্গ তুলে আনেন। তিনি জানিয়ে দেন, ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র সব সময় কৌশলগত অংশীদারিত্ব বজায় রাখার পক্ষপাতী। মার্কিন যুক্তরাষ্ট্র সব সময়ই ভারতের সঙ্গে সর্বোচ্চ পর্যায়ে আলোচনা চালিয়ে যাবে।

বন্ধুত্ব আরও দৃঢ় করার বিষয়ে বদ্ধপরিকর
এদিন নেড প্রাইস বলেন, 'আমরা সর্বোচ্চ পর্যায়ের আলোচনা চালিয়ে যাব। আমাদের সরকার নিজেদের মধ্যে বোঝাপড়া বজায় রাখতে বদ্ধপরিকর। আমরা বিভিন্ন ক্ষেত্রে নিজেদের কৌশলগত অংশিদারিত্ব এগিয়ে নিয়ে যেতে চাই। এবং ধীরে ধীরে আমাদের দুই দেশের সম্পর্কের গ্রাফ ঊর্ধ্বমুখী। এবং ভবিষ্যতেও আমরা নিজেদের বন্ধুত্ব আরও দৃঢ় করার বিষয়ে বদ্ধপরিকর।'
ধাক্কা খেয়েই চলেছে মিম! মালদায় ওয়েইসির দল ছেড়ে তৃণমূলে শতাধিক, কতটা চিন্তায় বিজেপি?