For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ভাইরাস উবে যাবে', আমেরিকায় দৈনিক ৫২ হাজার করোনা আক্রান্তের মাঝে ভোটের মুখে ট্রাম্প-বাণী

  • |
Google Oneindia Bengali News

প্রবল কঠিন পরিস্থিতি গোটা মার্কিন মুলুক জুড়ে। একদিকে হুহু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, অন্যদিকে, সামনেই এগিয়ে আসছে সেদেশের প্রেসিডেন্ট নির্বাচন। এমন পরিস্থিতিতে ট্রাম্পের ওপর চাপ বাড়ছে অর্থনীতিকে চাঙ্গা করার। আর সেজন্য লকডাউন তুলে নেওয়া নিয়ে প্রবল ধন্ধে ট্রাম্প সরকার। এমন পরিস্থিতিতে মার্কিন মুলুকে , করোনার হাল কেমন দেখে নেওয়া যাক।

 ৫২ হাজার একদিনে আক্রান্ত

৫২ হাজার একদিনে আক্রান্ত

জন হপকিনস বিশ্ববিদ্য়ালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ৫২ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন একই দিনে । যে পরিসংখ্যান রীতিমতো ভয়াবহ যেকোনও দেশের পক্ষে। এদিকে, লকডাউন করে বা কোনও পন্থাতেই মার্কিন মুলুকে আটকানো যাচ্ছেনা করোনার সংক্রমণ।

 একদিনে ১ লাখ হতে পারে করোনার সংক্রমণ!

একদিনে ১ লাখ হতে পারে করোনার সংক্রমণ!

মার্কিন সরকারের সংক্রমণ বিষয়ক বিশেষজ্ঞদের দাবি, যেদিকে পরিস্থিতি যাচ্ছে সেদেশে তার জেরে সেখানে একদিনে প্রায় ১ লাখ মানুষ করোনা আক্রান্ত হতে পারেন। যা অভাবনীয় একটা পরিস্থিতি। এর আগে জুনের প্রথম সপ্তাহে করোনায় আমেরিকায় আক্রান্তের সংখ্যা ছিল ২২ হাজার দৈনিক। অক মাস পার হতেই তা দৈনিক ৫০ হাজার হয়েছে।

ধন্ধে ট্রাম্প

ধন্ধে ট্রাম্প

এক সাম্প্রতিক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, 'আমাদের করোনা ভাইরাসের সঙ্গে জুঝতে হবে। আমার মনে হয় কোনও একটা সময়ে এটা জাস্ট উবে যাবে..।' ভোটের আগে যেখানে ক্রমাগত মার্কিন অর্থনীতি বেহাল হচ্ছে, সেখানে একই সঙ্গে বাড়ছে করোনার সংক্রমণ। উভয় সংকটে আপাতত ত্রস্ত ট্রাম্প সরকার।

 ট্রাম্প প্রশাসনের অন্দরেই মতপার্থক্য

ট্রাম্প প্রশাসনের অন্দরেই মতপার্থক্য

চলতি বছরের নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে আমেরিকায় ট্রাম্প সরকার লকডাউন এগিয়ে নিয়ে যাবে, নাকি অর্থনীতিকে চাঙ্গা করতে লকডাউন থেকে এক্কেবারে দেশকে মুক্ত করবে, তা স্থির করতে পারছে না। অন্যদিকে, মৃত্যু মিছিল ক্রমাগত বাড়ছে। এমন পরিস্থিতিতে সংকটের জোড়া ফলায় ট্রাম্প।

লাদাখের পাল্টা দাওয়াই হিসাবে হংকং নিয়ে সরব দিল্লি! ভারতের কড়া নজরদারিতে অস্বস্তিতে বেজিংলাদাখের পাল্টা দাওয়াই হিসাবে হংকং নিয়ে সরব দিল্লি! ভারতের কড়া নজরদারিতে অস্বস্তিতে বেজিং

English summary
USA records single day spike 52 thousand covid cases, while Trump says virus will disappear
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X