মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন ২০২০ প্রভাব ইউরোপের ব্যবসায় পড়বে কি! ফ্রান্স দিল বড় বার্তা
মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপের সম্পর্কে পতন ঘটাবে কি? এমন প্রশ্ন বিশ্ব বাজারে চড়তে শুরু করছে। এমন এক পরিস্থিতিতে ভারত জানিয়েছে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ভারতের বাজারে প্রভাব ফেলবে। তবে এমন এক পরিস্থিতিতে ফ্রান্স দিয়েছে গুরুত্বপূর্ণ বার্তা।

ফ্রান্স কী জানিয়েছে?
ফ্রান্সের অর্থনীতি বিশেষজ্ঞ জানিয়েছেন, মার্কিন নির্বাচনের ফলাফল ইউরোপের অর্থনীতিতে প্রভাব ফেলবে না। ইতিমধ্যেই ইওরোপে করোনার দ্বিতীয় স্রোতে রয়েছে। এছাড়াও ফ্রান্সে ধর্মীয় উত্তেজনা চরমে। এমন পরিস্থিতিতে মার্কিন নির্বাচনের গতিবিধির দিকে তাকিয়ে সকলে।

'আমেরিকা বন্ধুত্ব পূর্ম ছিল না গত কয়েক বছরে'
এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে মুখ খুলেই ফ্রান্সের অর্থনীতি বিশেষজ্ঞ ব্রুনো লা মারি জানিয়েছেন, ' ছেলে মানুষি করে লাভ নেই। আমেরিকা গত কয়েক বছরে ইউরোপিয়ান দেশগুলির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ছিল না। 'ফলে সেদেশের কোনও প্রভাব ইওরোপে পড়বে না বলে মন্তব্য করেন তিনি।

আমেরিকা -ইওরোপ ভিন রাস্তায়!
এদিকে, আমেরিকা ও ইওরোপ ভিন রাস্তায় হাঁটছে বলে মন্তব্য করেন ব্রুনো লা মারি । তিনি জনান , ডোনাল্ড ট্রাম্প জিতল , নাকি জো বাইডেন, তাতে কিছু এসে যায়না ইওরোপের। গত চার বছরে সম্পর্ক পতনমুখী রয়েছে বলে তিনি জানান।

ভারতের পরিস্থিতি
এদিকে ভারতের বিদেশ সচিব হর্ষ শ্রিংলা জানিয়েছেন, আমেরিকার ভোট পরিস্থিতি রীতিমতো প্রবাব ফেলতে পারে ভারতের অর্থনীতিতে। ভারতের বাজারে এর প্রভাব সুদূরপ্রসারী হতে পারে বল বহু রাজনৈতিক বিশেষজ্ঞের দাবি।

অমিত শাহের সফরের আগে দরাজ হস্ত মমতার! তপশিলি, মতুয়াদের জন্য উন্নয়ন পর্ষদ তৈরির পরেই বরাদ্দ টাকা