For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পেট থেকে বেরল সাড়ে পাঁচফুট লম্বা ফিতাকৃমি, স্তম্ভিত চিকিৎসকেরা, কোথায় ঘটল এমন ঘটনা

পেট থেকে সাড়ে পাঁচফুটের ফিতাকৃমি বেরল এক ব্যক্তির। তারপরে সেই কৃমিকে প্যাকেটে পুরে সটান হাসপাতালে হাজির তিনি।

  • |
Google Oneindia Bengali News

ডায়রিয়ার সমস্যা নিয়ে ভুগছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক ব্যক্তি। পেটে ব্যথা হচ্ছিল। তারপর হঠাত একদিন বাথরুমে কমোডে বসে আবিষ্কার করলেন গোলমাল। মনে হচ্ছিল যেন অস্ত্রের শিরা শরীর থেকে বেরিয়ে আসছে মলদ্বার দিয়ে। তা বুঝে তা টানতে শুরু করেন তিনি। শেষে যা বেরল তা দেখে হতভম্ভ তিনি।

পেট থেকে বেরল সাড়ে পাঁচফুট লম্বা ফিতাকৃমি, স্তম্ভিত চিকিৎসকেরা, কোথায় ঘটল এমন ঘটনা

[আরও পড়ুন:জলের তলায় পৃথিবীর সবচেয়ে বড় গুহা আবিষ্কার, ভিতরে রয়েছে মায়া সভ্যতার সিক্রেট, দেখুন অভূতপূর্ব ছবি][আরও পড়ুন:জলের তলায় পৃথিবীর সবচেয়ে বড় গুহা আবিষ্কার, ভিতরে রয়েছে মায়া সভ্যতার সিক্রেট, দেখুন অভূতপূর্ব ছবি]

পেট থেকে সাড়ে পাঁচফুটের ফিতাকৃমি বেরোয় ওই ব্যক্তির। তারপরে সেই কৃমিকে প্যাকেটে পুরে সটান হাসপাতালে হাজির তিনি। ডাক্তাররা কৃমির সাইজ দেখে তাজ্জব বনে গিয়েছেন। তাঁরা চিকিৎসা শুরু করলেও রোগীর নাম প্রকাশ করেননি।

ডাক্তাররা জানিয়েছেন, ওই ব্যক্তির প্রতিদিন জাপানি ডিস সুশি খাবার অভ্যাস ছিল। সেই থেকেই এই কৃমি পেটে ঘাঁটি গেড়েছিল। সেই সুশিতে স্যামন মাছ দেওয়া হতো যার মধ্যে ফিতাকৃমির বাস বলে অন েক আগেই সতর্ক করেছে আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন।

কতদিন ধরে এই ফিতাকৃমিটি ওই ব্যক্তির পেটে ছিল তা নিশ্চিত করে বলতে পারছেন না ডাক্তাররা। স্যামন মাছ ভালো করে রান্না না করে তাই খেতে নিষেধ করেছেন আমেরিকার ডাক্তাররা।

[আরও পড়ুন:ঝাড়খণ্ডের এই বৃদ্ধকে মাটি খেয়ে বাঁচতে হয়,কেন জানেন][আরও পড়ুন:ঝাড়খণ্ডের এই বৃদ্ধকে মাটি খেয়ে বাঁচতে হয়,কেন জানেন]

English summary
USA Man pulls 5-and-a-half foot tapeworm from his body, doctors blame Sushi for this
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X