For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আরও বাড়ল সম্পর্কের শৈত্য! রাশিয়ার সঙ্গে পরমাণু অস্ত্র চুক্তি বাতিল আমেরিকার

১৯৮৭ সালে ততকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগন ও সোভিয়েত রাশিয়ার সেক্রেটারি জেনারেল মিখাইল গর্বাচেভ পরমাণু অস্ত্র চুক্তি করেন। সেই চুক্তি থেকে এবার সরে এল ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা।

  • |
Google Oneindia Bengali News

রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র কোনওদিনই মিত্র দেশ নয়। তবুও ১৯৮৭ সালে ততকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগন ও সোভিয়েত রাশিয়ার সেক্রেটারি জেনারেল মিখাইল গর্বাচেভ পরমাণু অস্ত্র চুক্তি করেন। সেই চুক্তি থেকে এবার সরে এল ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা।

রাশিয়ার সঙ্গে পরমাণু অস্ত্র চুক্তি বাতিল আমেরিকার

চুক্তি অনুযায়ী দুই দেশই গ্রাউন্ড লঞ্চড ব্যালিস্টিক ও ক্রুস মিসাইল ব্যবহার না করার সিদ্ধান্ত নেয়। যে মিসাইলের রেঞ্জ ছিল ৩০০ কিমি থেকে ৩৪০০ কিমি।

এদিন রাশিয়াকে কাঠগড়ায় দাঁড় করিয়ে ট্রাম্প চুক্তি বাতিল করে দি্য়েছেন। বলেছেন, আমেরিকা চুক্তি শর্ত মানলেও রাশিয়া বারবার চুক্তির শর্ত লঙ্ঘন করেছে।

শুধু রাশিয়ার সমালোচনা নয়, নিজের পূর্বসুরী বারাক ওবামারও সমালোচনা করে ট্রাম্প বলেন, আমি জানি না, কেন ওবামা এই চুক্তি নিয়ে কথা বলেননি বা তা বাতিল করেননি। আমরা চুক্তিকে সম্মান করে এসেছি। অথচ রাশিয়া চুক্তির শর্তের খেলাপি করে এসেছে। এটা আমরা আর করতে দেব না।

ইন্টারমিডিয়েট নিউক্লিয়ার রেঞ্জ ট্রিটি বা আইএনএফ ট্রিটি ভাঙা নিয়ে ২০১৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়াকে অভিযুক্ত করেছিল। কারণ ২০০৮ সালে রাশিয়া চুক্তি ভেঙে ক্রুজ মিসাইল পরীক্ষা করেছে বলে অভিযোগ ওঠে। পরে ন্যাটোর তরফেও এই খবরের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

English summary
USA decides to terminate decades-old nuclear arms treaty with Russia
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X