For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৮-২৪ মাসেও করোনামুক্ত হতে পারবে না বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ! আমেরিকা নিয়ে নয়া আশঙ্কার রিপোর্ট

১৮-২৪ মাসেও করোনামুক্ত হতে পারবে না বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ! আমেরিকা নিয়ে নয়া আশঙ্কার রিপোর্ট

Google Oneindia Bengali News

যাবতীয় অর্থনৈতিক প্রভাব প্রতিপত্তি তাঁদের রয়েছে। প্রযুক্তি থেকে বিজ্ঞান চর্চায় সেদেশ সকলকে পিছনে ফেলেছে। কিন্তু মানবসভ্যতাকে যখন করোনা আক্রমণ করেছে, তখন তা থেকে দেশকে রক্ষা করতে কার্যত ব্যর্থ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইবোলা থেকে নিপা আক্রমণের সময় এই দেশকে ভাইরাস যুদ্ধে নেতৃত্ব দিতে দেখা গেলেও, করোনা ভাইরাসের আক্রমণের সময় কার্যত ব্যাকফুটে আমেরিকা। আর সেই দেশকে ঘিরেই কিছু আশঙ্কার বাণী উঠে এল।

আমেরিকা ঘিরে কী পরিস্থিতি?

আমেরিকা ঘিরে কী পরিস্থিতি?

মার্কিন যুক্তরাষ্ট্রে, ১০ লাখ ছাপিয়ে গিয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। সেখানে মৃতের সংখ্যা ৬৩ হাজার ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে অত্যন্ত খারাপ পরিস্থিতির জন্য সকলকে প্রস্তুত থাকতে বলছে সিআইডিআরএপি-র নয়া রিপোর্ট। এক্ষেত্রে ভ্যাকসিন বা গোষ্ঠী রোগ নিরোধক ক্ষমতা গড়ার আশা উড়িয়ে দিয়েই মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রস্তুত থাকবার নির্দেশ দিয়েছে রিপোর্ট।

জেলবন্দিদের থেকে আসছে রোগ!

জেলবন্দিদের থেকে আসছে রোগ!

বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক বন্দি রয়েছে আমেরিকায়। মারিয়ন ও ওহিওর মতো জায়গায় জেলের মধ্যে বন্দি প্রায় ৮০ শতাংশ মানুষ করোনা আক্রান্ত। জেলের ১৭৫ জন স্টাফও করোনায় আক্রান্ত। মনে করা হচ্ছে আমেরিকায় করোনা ছড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছে এই জেলের পরিস্থিতি।

প্রবল গরম ও কঠিন পরিস্থিতি

প্রবল গরম ও কঠিন পরিস্থিতি

বলা হচ্ছে, আমেরিকায় গরমের প্রভাব এতটাই বেশি যে , প্রবল গরমে সেখানে মানুষ কোয়ারেন্টাইনে বন্দি থাকতে চাইছেন না। ফলে কলডাউনের পরও পরিস্থিতি আরও খারাপ হচ্ছে আমেরিকায়।

 পিছু ছাড়বে না করোনা

পিছু ছাড়বে না করোনা

সতর্কবার্তা দিয়ে নয়া রিপোর্ট বলছে, আগামী ২ বছরেও মার্কিনিদের পিছু ছাড়বে না করোনা। ২০২০ সালের শীতকালে ও ২০২১ সালে ফের একবার আমেরিকায় করোনার দ্বিতীয় স্রোত আসতে পারে। ফলে ১৮-২৪ মাসের আগে করোনার জের থেকে আমেরিকা বের হতে পারবে না বলে জানিয়েছে ওই গবেষণাপত্র।

ফের পরিযায়ী শ্রমিকদের জমায়েত দেশের এক রেড জোন-এ! উদ্বেগ, আশঙ্কা শুরু ফের পরিযায়ী শ্রমিকদের জমায়েত দেশের এক রেড জোন-এ! উদ্বেগ, আশঙ্কা শুরু

English summary
USA Cant escape Coronavirus in 18 to 24 months, says New Report
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X