For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমেরিকার জঙ্গি বিরোধী পদক্ষেপ! বিপাকে হাফিজ ও তার রাজনৈতিক দল

বড় ধাক্কা মুম্বই হামলার মূল ষড়যন্ত্রকারী এবং জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সইদের। আমেরিকার তরফে হাফিজ সইদ এবং তার দল মিল্লি মুসলিম লিগকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী দল হিসেবে ঘোষণা করা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

বড় ধাক্কা মুম্বই হামলার মূল ষড়যন্ত্রকারী এবং জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সইদের। আমেরিকার তরফে হাফিজ সইদ এবং তার দল মিল্লি মুসলিম লিগকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী দল হিসেবে ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে পাকিস্তানপন্থী নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈবা এবং তেহেরিক-ই-আজাদ-ই-কাশ্মীরকে তাদের ঘোষিত সন্ত্রাসবাদী সংগঠনের তালিকায় নিয়ে এসেছে।

আমেরিকার জঙ্গি বিরোধী পদক্ষেপ! বিপাকে হাফিজ ও তার রাজনৈতিক দল

আমেরিকার তরফে সাত মিল্লি মুসলিম লিগ সদস্যকেও সন্ত্রাসবাদী বলে ঘোষণা করা হয়েছে। অভিযোগ এই সাত ব্যক্তি জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার হয়ে কাজ করে।

স্টেট ডিপার্টমেন্টের জঙ্গিদমন শাখার আহ্বায়ক নাথান এ সেলস জানিয়েছেন, লস্করের চরিত্র নিয়ে সত্যতা প্রকাশের লক্ষ্যেই আইনে সংশোধন করেছে মার্কিন কংগ্রেস। সন্ত্রাস সম্পূর্ণভাবে না ছাড়া পর্যন্ত লস্কর যাতে কোনও ভাবেই রাজনৈতিক দলের মর্যাদা না পায় তা পুরোপুরি নিশ্চিত করতে চায় আমেরিকা। এই পদক্ষেপের ফলে লস্কর-সহ অন্য জঙ্গি সংগঠনগুলির আর্থিক সাহায্যে বাধা আসবে বলে মনে করছে আমেরিকা। পাকিস্তানের নির্বাচন কমিশন মিল্লি মুসলিম লিগকে রাজনৈতিক দল হিসেবে নথিভুক্তির জন্য পাক অভ্যন্তরীণ মন্ত্রকের ছাড়পত্র জমা দিতে বলার পর দিনই আমেরিকার এই ঘোষণায় বিপাকে হাফিজ সইদ।

আমেরিকার তরফে জানানো হয়েছে, পাকিস্তানের অভ্যন্তরে খোলাখুলি কাজ করে লস্কর। টাকা তোলা থেকে শুরু করে মিছিল কিংবা জঙ্গিদের ট্রেনিং-সব কাজই করে লস্কর।

English summary
USA announces Hafiz Saweed and his party as foreign terrorist organisation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X