For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"দম থাকলে ভারতকে নিরাপত্তা পরিষদে ঢুকিয়ে দেখাক আমেরিকা" প্রচ্ছন্ন হুমকি চিনের

আমেরিকার ক্ষমতা থাকলে একার হাতে ভারতকে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্য করে দিক। হুমকি দিল চিন।

  • |
Google Oneindia Bengali News

মার্কিন যুক্তরাষ্ট্র যতই চেষ্টা করুক ভারতকে সামনে লেলিয়ে দিয়ে চিনের প্রভাবকে স্তিমিত করার, তা কোনওদিনও হবে না। আর আমেরিকার ক্ষমতা থাকলে একার হাতে ভারতকে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্য করে দিক। চিনের সহমত না থাকলে তা কোনওদিনও সম্ভব হবে না।

এমনটাই মত জানিয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ককে কটাক্ষ করল চিনা সংবাদমাধ্যম। একপ্রকার আমেরিকাকে হুমকি দিয়েছে চিন।

সম্প্রতি মার্কিন বিদেশসচিব রেক্স টিলারসন ভারত-মার্কিন মৈত্রীর প্রশংসা করে চিনকে কটাক্ষ করেন। তারই জবাবে চিনা সংবাদমাধ্যম আমেরিকাকে কোণঠাসা করার চেষ্টা করল।

গ্লোবাল টাইমসের সম্পাদকীয়তে বলা হয়েছে, উন্নয়নের নিরিখে চিনের সঙ্গে ভারতের বেড়ে চলা দূরত্ব নিয়ে নয়াদিল্লি চিন্তিত। আর তাই ভারতের হয়ে আসরে নেমে পড়েছে আমেরিকা। অযথা বেজিংকে টার্গেট করছে ওয়াশিংটন।

চিনা সংবাদমাধ্যমের দাবি, মার্কিন বিদেশ সচিবের মতামত শুনে অতটা আত্মবিশ্বাসী হওয়ার প্রয়োজন নেই। কারণ নিরাপত্তা পরিষদের আসন চিনের সম্মতি ছাড়া আমেরিকা ভারতকে এনে দিতে পারবে না।

প্রসঙ্গত, আগামী সপ্তাহেই ভারত সফরে আসছেন মার্কিন বিদেশ সচিব টিলারসন। তারপরে নভেম্বরে এশিয়া সফর করার কথা মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। সেই সফরের তালিকায় রয়েছে চিনের নামও। তার আগে এভাবে চিনের ভারত-মার্কিন বিরোধী অবস্থান নেওয়া বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

English summary
USA alone can’t get UNSC seat for India, says Chinese media Global Times
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X