For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মার্কিন উপরাষ্ট্রপতি পদে লড়াই! প্রথম বিতর্কসভায় মাইক পেন্সকে টক্কর দেবেন কমলা হ্যারিস

  • By
  • |
Google Oneindia Bengali News

মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের আর বেশি দিন বাকী নেই। তার আগেই সেদেশে নানা ইস্যুতে আলোচনা জোরদার হয়ে উঠেছে। রিপাবলিকান নাকি ডেমোক্র্যাট - কারা এবছরের মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে বাজিমাত করবে তা নিয়ে যেমন চর্চা চলছে, একইসঙ্গে এবছর উল্লেখযোগ্যভাবে প্রথম কৃষ্ণাঙ্গ-এশিয়ান তথা ভারতীয় বংশোদ্ভূত মার্কিনি কমলা হ্যারিসের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী ডেমোক্র্যাটদের হয়ে দাঁড়ানো বাড়তি আগ্রহ যোগ করেছে। ফলে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যেমন আগ্রহ রয়েছে তেমনই বিশেষ করে ভারতীয়দের আগ্রহ রয়েছে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসের ওপর। আর এই প্রেক্ষাপটেই বৃহস্পতিবার ভারতীয় সময় ভোর সাড়ে ছটায় প্রথমবার রিপাবলিকান উপরাষ্ট্রপতি পদপ্রার্থী মাইক পেন্সের বিরুদ্ধে অবতীর্ণ হবেন কমলা।

প্রথম বিতর্কসভায় মাইক পেন্সকে টক্কর দেবেন কমলা হ্যারিস

মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে এবছর অনেকগুলি বড় ইস্যু রয়েছে। তার মধ্যে সবচেয়ে উপরে রয়েছে করোনাভাইরাস। এবং সেদেশে কয়েক লক্ষ মানুষের মৃত্যু এই কারণে। একই সঙ্গে মানুষের অধিকার, বিশেষ করে কৃষ্ণাঙ্গ এশিয়ান মানুষদের নানা অধিকার সংক্রান্ত বিষয়ে বারবার প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে।

এই সমস্ত কিছু নিয়েই ডোনাল্ড ট্রাম্পকে ডেমোক্র্যাটরা আক্রমণ চালিয়েছিলেন। এবং তারা দাবি করছেন, আমেরিকার হৃত গৌরব পুনরুদ্ধারে তারাই এগিয়ে রয়েছেন। বিশেষ করে মার্কিন রাষ্ট্রপতি নিজে করোনা আক্রান্তের পরে ডেমোক্র্যাটরা এই ইস্যুতে সুযোগ হাতছাড়া করতে চাইছে না।

সাধারণভাবে প্রতিবছর মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে রাষ্ট্রপতি পদপ্রার্থী যাঁরা হন, তাঁদের বিতর্ক সভাই মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায়। তবে বছর উপরাষ্ট্রপতিদের বিতর্ক কমলা হ্যারিসের কারণে সকলের এত আগ্রহের বিষয় হয়ে উঠেছে।

রিপাবলিকান রাষ্ট্রপতি পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বয়স ৭৪ বছর। অন্যদিকে তাঁর বিরুদ্ধে দাঁড়িয়েছেন ৭৭ বছর বয়সী ডেমোক্র্যাট জো বাইডেন। এদিকে উপরাষ্ট্রপতি পদে রিপাবলিকানদের হয়ে লড়াই করছেন ৬১ বছর বয়সী মাইক পেন্স ও উল্টোদিকে রয়েছেন ৫৫ বছর বয়সী ডেমোক্র্যাট কমলা।

English summary
US Vice Presidential Debate 2020: Kamala Harris to take on Mike Pence
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X