For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বজুড়ে ৬ কোটি ভ্যাকসিন ডোজ রপ্তানি আমেরিকার, সর্বাধিক প্রাপ্তি ভারতের, আশা করছে কেন্দ্র

বিশ্বজুড়ে ৬ কোটি ভ্যাকসিন ডোজ রপ্তানি আমেরিকার

Google Oneindia Bengali News

মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অ্যাস্ট্রাজেনেকার কোভিড–১৯ ভ্যাকসিনের ৬ কোটি ডোজ বিশ্বব্যাপী দেওয়া হবে, যার মধ্যে আশা করা যাচ্ছে ভারতের ঝুলিতে বেশ বড়রকমের প্রাপ্তি হতে চলেছে বলে কেন্দ্র সরকারের দুই সরকারি আধিকারিক জানিয়েছেন। প্রসঙ্গত, ভারতে দ্বিতীয় ওয়েভের মহামারির জন্য সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে।

এক কোটি ডোজ রপ্তানি হবে

এক কোটি ডোজ রপ্তানি হবে

সোমবার হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয় যে আগামী সপ্তাহের মধ্যে এক কোটি ডোজ রপ্তানি করা হবে এবং বাকি ডোজগুলি জুনের মধ্যে রপ্তানি করার কাজ সম্পন্ন হবে। এই ভ্যাকসিন ডোজের সম্ভাব্য অগ্রাধিকার কারা সে বিষয়ে স্পষ্ট না জানা গেলেও ভারত যে অধিকাংশ ডোজ পেতে পারে তার ইঙ্গিত মিলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহযোগীর সূত্র মারফৎ জানা গিয়েছে, 'কূটনৈতিক চাকা ও হু এবং শীর্ষ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের আবেদনের ফলে আমেরিকা তাদের চিন্তা বদলাতে বাধ্য হয়েছে এবং এখন আমাদের ভ্যাকসিন পাঠাতে প্রস্তুত আমেরিকা।'‌‌

 অনীহা প্রকাশ বিডেন প্রশাসনের

অনীহা প্রকাশ বিডেন প্রশাসনের

বিডেন প্রশাসন প্রাথমিকভাবে অনীহা প্রকাশ করলেও ভারতে এখন ভ্যাকসিন পাঠাতে রাজি হয়েছে বলে জানিয়ে ওই সূত্র। তিনি আরও বলেন, '‌আমরা যদিও জানি না যে কতটা ভ্যাকসিন ডোজ আমরা পাব। শুধু আমি এটুকু বলতে পারি যে আমাদের ভ্যাকসিনের পাত্র অনেক বড় ও গভীর।'‌ ভ্যাকসিনের কাঁচা উপাদান নিয়ে মোদী ও মার্কিন রাষ্ট্রপতি বিডেনের সঙ্গে টেলিফোনে কথোপকথনের পর দ্বিতীয় সরকারি আধিকারিক জানান ভারত খুব দৃঢ়ভাবে চেষ্টা করছেন যে অ্যাস্ট্রাজেনেকা ডোজের ৩৫ শতাংশের বেশি আমেরিকার থেকে পেতে। তিনি বলেন, '‌আমাদের প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন যে ভারতকে অগ্রাধিকার দেওয়া হবে। ভারতীয় অংশের অনুপাত নিয়ে কথাবার্তা চলছে।'‌ তিনি আরও বলেন, '‌আমাদের পক্ষ থেকেও আমেরিকাকে আশ্বস্ত করে বলা হয়েছে যে একবার কোভিড কেস হ্রাস পেলে, আমরা ভ্যাকসিন উৎপাদন ও বন্টন করা শুরু করব অন্য দেশেও।' প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, জাপান এবং অস্ট্রেলিয়া সমন্বিত কোয়াড গ্রুপের একটি চুক্তির মধ্যে সামঞ্জস্য রয়েছে।‌

 কাদের জন্য এই ভ্যাকসিন তা জানা যায়নি

কাদের জন্য এই ভ্যাকসিন তা জানা যায়নি

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পাওয়া ভ্যাকসিনের অগ্রাধিকার গোষ্ঠী কারা হবে সে নিয়ে উভয় দেশই মুখে কুলুপ এঁটে রয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তর এবং ভারতীয় বিদেশ মন্ত্রক এ বিষয়ে মন্তব্য করতে চায়নি। প্রথম সূত্র অবশ জানিয়েছে যে সরকার দেশের রাজ্যগুলিকে ভ্যাকসিন আমদানি করে সহায়তা করবে। ওই সূত্র বলেছে, '‌আমাদের সুবিধার্থে করছি। বেশ কিছু রাজ্যের অর্থ রয়েছে এবং তারা ভ্যাকসিনের জন্য টাকা দিতে প্রস্তুত, সেটা স্থানীয় ভাবে হোক বা ভ্যাকসিন আমদানির জন্য হোক।

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, ১৮ বছরের উর্ধ্বে সকলের করোনা টিকার রেজিস্ট্রেশনের দরজা খুলে যাবেআর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, ১৮ বছরের উর্ধ্বে সকলের করোনা টিকার রেজিস্ট্রেশনের দরজা খুলে যাবে

 রাজ্য ও ওষুধ সংস্থা কিনবে বিদেশি ভ্যাকসিন

রাজ্য ও ওষুধ সংস্থা কিনবে বিদেশি ভ্যাকসিন

সোমবার নামপ্রকাশে অনিচ্ছুক দুই সরকারি কর্মকর্তা জানিয়েছেন যে এ ধরনের বিদেশি ভ্যাকসিন কেনার জন্য কেন্দ্র সরকার রাজ্য ও সংস্থার ওপর বিষয়টি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বের মধ্যে সর্ববৃহৎ ভ্যাকসি-উৎপাদন ক্ষমতাশালী ভারত ইতিমধ্যেই দান বা রপ্তানি করেছে ৬.‌৬ কোটি ভ্যাকসিন ডোজ। তবে তা দেশের মধ্যে সংক্রমণ বৃদ্ধি পাওয়ার আগে। গত ছয়দিন ধরে ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ, যার ফলে দেশের স্বাস্থ্য ব্যবস্থা একেবারে ভেঙে পড়ার মুখে। দিল্লি, মহারাষ্ট্র, গুজরাত সহ অধিকাংশ রাজ্যের হাল খুবই খারাপ।

English summary
India may be the largest bulk of 60 million vaccine doses export by United States
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X