For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাগামছাড়া করোনা সংক্রমণের জের, যত দ্রুত সম্ভব মার্কিন নাগরিকদের ভারত ছাড়তে বলল আমেরিকা

যত দ্রুত সম্ভব মার্কিন নাগরিকদের ভারত ছাড়তে বলল আমেরিকা

Google Oneindia Bengali News

ভারতের কোভিড–১৯ পরিস্থিতি যত দিন যাচ্ছে আরও খারাপের দিকে এগোচ্ছে। সেই আতঙ্কে এই দেশে থাকা মার্কিন নাগরিকদের যত দ্রুত সম্ভব আমেরিকায় ফিরে আসতে বলেছে মার্কিন সরকার। প্রসঙ্গত, দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ওয়েভের সংক্রমণের তীব্রতা প্রতিদিন বেড়েই চলেছে।

ভারত থেকে ফিরে আসার নির্দেশ আমেরিকার

ভারত থেকে ফিরে আসার নির্দেশ আমেরিকার

চতুর্থ পর্যায়ের ভ্রমণ সংক্রান্ত উপদেশে, যা আমেরিকার বিদেশমন্ত্রক জারি করেছে, সেখানে মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে জানানো হয়েছে, '‌ভারত সফর করবেন না বা সে দেশ থেকে যত দ্রুত সম্ভব বেরিয়ে আসুন।'‌ মন্ত্রক থেকে এও জানানো হয় যে প্রতিদিন ভারত-আমেরিকার মধ্যে ১৪টি বিমান চলাচল করে এছাড়াও ইউরোপের সঙ্গে সংযুক্ত অন্যান্য পরিষেবাগুলিও রয়েছে। ভারত সরকার ও হাসপাতালগুলি অপ্রত্যাশিত করোনা সংক্রমণ ও মৃত্যুর সঙ্গে লড়াই করছে প্রতিনিয়ত। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে, নতুন করোনা কেস গত ২৪ ঘণ্টায় সনাক্ত হয়েছে ৩৭৯,২৫৭ এবং একদিনে মারা গিয়েছে ৩,৬৪৫ জন। এই নিয়ে ২০৪,৮০০ জনের বেশি মানুষ মারা গিয়েছে এই দেশে।

মার্কিন নাগরিকদের ফিরে যাওয়ার পরামর্শ

মার্কিন নাগরিকদের ফিরে যাওয়ার পরামর্শ

ভারতে মার্কিন দূতাবাস ও কনস্যুলেটের ওয়েবসাইটের স্বাস্থ্য সতর্কতায় বলা হয়েছে, '‌কিছু কিছু শহরের হাসপাতালে জায়গার অভাবে মার্কিন নাগরিকদের ভর্তি নিতে অস্বীকার করা হয়েছে।'‌ ওয়েবসাইটে এও বলা হয় যে, '‌মার্কিন নাগরিকরা যারা ভারত ত্যাগ করতে চান তাদের এখনই উপলব্ধ বাণিজ্যিক পরিবহণ বিকল্পের সুবিধা গ্রহণ করা উচিত।'‌ মার্কিন কনস্যুলেট জেনারেল চেন্নাইয়ের সমস্ত মার্কিন নাগরিক রুটিন পরিষেবা এবং ভিসা পরিষেবা বাতিল করেছে। ভারত ছাড়ার জন্য মার্কিন নাগরিকরা কি কোনও সহায়তা পাবেন বা আমেরিকায় পৌঁছে তাঁদের কোয়ারেন্টাইনে থাকার নিয়ম কি, এ সংক্রান্ত প্রশ্নের কোনও উত্তর পাওয়া যায়নি দিল্লিতে মার্কিন দূতাবাসের প্রতিনিধির কাছ থেকে।

টিকা নেওয়ার হিড়িকে 'ক্র্যাশ' কো-উইন পরিষেবা, রেজিস্ট্রেশনে সফল হলেও মিলছে না টিকাকরণ কেন্দ্রটিকা নেওয়ার হিড়িকে 'ক্র্যাশ' কো-উইন পরিষেবা, রেজিস্ট্রেশনে সফল হলেও মিলছে না টিকাকরণ কেন্দ্র

ভারত সংক্রমণে এগিয়ে

ভারত সংক্রমণে এগিয়ে

দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত করোনা কেস সংক্রমণে বিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুততম দেশ হয়ে উঠেছে, যেখানে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮৪ লক্ষ। এই মারণ ভাইরাসের দ্বিতীয় ওয়েভ যেরকম মারাত্মকভাবে ছড়িয়ে পড়ছে প্রথম ওয়েভেও তা দেখা যায়নি। দেশের বিভিন্ন শহরের শ্মশানে জ্বলছে গণচিতা, হাসপাতালের বাইরে রোগাঈ নিয়ে দাঁড়িয়ে রয়েছে অ্যাম্বুলেন্স এবং সোশ্যাল মিডিয়া জুড়ে অক্সিজেন ঘাটতির কাতর আর্তি। কেন্দ্র ও রাজ্য উভয সরকারই এই পরিস্থিতি মোকাবিলা করতে হিমসিম খাচ্ছে। ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার পক্ষ থেকে ভারত থেকে আসা যাত্রীবাহী বিমানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

ভারতকে সাহায্য আমেরিকার

ভারতকে সাহায্য আমেরিকার

তবে স্বস্তির খবর এই যে বিশ্বের অন্যান্য দেশগুলির মত এবার ভারতের করোনা পরিস্থিতি সামলাতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। জানা গিয়েছে হোয়াইট হাউসের তরফে ১০০ কোটির বেশি মূল্যের করোনা ত্রাণ সামগ্রী ভারতে পাঠাচ্ছে আমেরিকা। বুধবার রাতে হোয়াইট হাউসের তরফে ১০০ কোটিরও বেশি মূল্যের করোনার ত্রাণ সামগ্রী ভারতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। ভারত যাতে খুব দ্রুত সেই সামগ্রীগুলি পায় তার জন্য বুধবার রাতেই ট্র্যাভিস এয়ার ফোর্স বেস থেকে বিশ্বের বৃহত্তম সামরিক বিমানটি ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে অক্সিজেন সিলিন্ডারও।

English summary
us tells citizens to leave india as covid crisis deepens
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X