For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টিকটকের শেয়ার কেনার দৌড়ে মার্কিন টেক জায়েন্ট ওরাকেল, ট্রাম্প তোপেই নতুন সিদ্ধান্ত বাইটড্যান্সের?

টিকটকের শেয়ার কেনার দৌড়ে মার্কিন টেক জায়েন্ট ওরাকেল, ট্রাম্প তোপেই নতুন সিদ্ধান্ত বাইটড্যান্সের ?

  • |
Google Oneindia Bengali News

আমেরিকা-চিন সংঘাতের আবহে ক্রমেই একাধিক কড়া পদক্ষেপের পথে হাঁটতে শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যেই টিকটকের উপর নিষেধাজ্ঞা জারি করার লক্ষ্যে এগজিকিউটিভ অর্ডারে সই করেছেন ট্রাম্প। এমতাবস্থায় টিকটকের আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের শেয়ার কিনে নিতে পারে মার্কিন তথ্য-প্রযুক্তি সংস্থা ওরাকেল কর্পোরেশন।

ট্রাম্পের হুমকির মুখে বাইটড্যান্স

ট্রাম্পের হুমকির মুখে বাইটড্যান্স

সূত্রের খবর, সম্প্রতি ৯০ দিনের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সকল প্রকার ব্যবসা গুটিয়ে নেওয়ার জন্য বাইটড্যান্সকে আল্টিমেটাম দিয়েছেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই আল্টিমেটামের পর টিকটক গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষার বিষয়টি নিয়ে বিপাকে পড়েছে চীনা কোম্পানি বাইটড্যান্স।

সাড়া হয়েছে প্রাথমিক আলোচনা পর্ব

সাড়া হয়েছে প্রাথমিক আলোচনা পর্ব

সূত্রের খবর, বর্তমানে শেয়ার কেনার বিষয়ে টিকটকের মালিক সংস্থা বাইটড্যান্সের সঙ্গে প্রাথমিক আলপ আলোচনাও সেরেছে এই মার্কিন সংস্থা। সূত্রের খবর, ইতিমধ্যেই ওরাকেল আমেরিকান বিনিয়োগকারীদের একটি গোষ্ঠীর সাথে দীর্ঘদিন থেকেই কাজ করছে। পাশাপাশি তারা ইতিমধ্যেই চিনা তথ্যপ্রযুক্তি সংস্থা বাইটড্যান্সের দুটি শেয়ারও রয়েছে তাদের দখলে।

বাইটড্যান্সের সঙ্গে কথা চালাচ্ছে গুগল, মাইক্রোসফটও

বাইটড্যান্সের সঙ্গে কথা চালাচ্ছে গুগল, মাইক্রোসফটও

এদিকে টিকটকের আমেরিকান শেয়ার দৌড়ে নাম লিখিয়েছে মাইক্রোসফটও। সূত্রের খবর, সম্প্রতি এই বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সংস্থার সিইও সত্য নাডেলার সঙ্গে কথাও হয়েছে। যদিও অংশীদারি ও লভ্যাংশ সংক্রান্ত সমস্যার জন্য এই পথে মাইক্রোসফট খুব একটা এগোতে পারেনি বলে জানা যাচ্ছে। বাইটড্যান্সের থেকে টিকটক কেনার বিষয়ে গুগল, ফেসবুক, অ্যাপেলের মতো সংস্থাও আলোচনায় চালাচ্ছে বলে জানা যাচ্ছে।

তোপ পম্পেও-ট্রাম্পের

তোপ পম্পেও-ট্রাম্পের

এদিকে ব্যবহারকারীদের বিরুদ্ধে গোপনে নজরদারির প্রসঙ্গে টিকটকের বিরুদ্ধে তোপ দাগতে দেখা যায় মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেওকে। পম্পেওর অভিযোগ, টিকটক দীর্ঘদিন থেকে একাধিক সরাসরি তথ্য চিন সরকারের হাতে তুলে দিচ্ছিল, যা দেশের নিরাপত্তার জন্য এক বড়ই আশঙ্কার বিষয়। একইসাথে বাইটড্যান্সের কার্যকলাপ মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ক্রমেই হুমকি স্বরূপ হয়ে উঠছিল বলে তোপ দাগতে দেখা যায় ট্রাম্পেও। পাশাপাশি আগামী ৪৫ দিনের মধ্যে মালিকানা হস্তান্তর না করলে বাইটড্যান্স আমেরিকার আর্থিক বাধার মুখে পড়বে বলেও হুমকি দিতে দেখা যায় ট্রাম্পকে।

ভারতে প্রতি ৫ জনের মধ্যে ৪ জনেরই মৃত্যুর কারণই অজানা, সেনসাস কমিশনারের রিপোর্টে চাঞ্চল্য ভারতে প্রতি ৫ জনের মধ্যে ৪ জনেরই মৃত্যুর কারণই অজানা, সেনসাস কমিশনারের রিপোর্টে চাঞ্চল্য

English summary
US tech giant Oracle in the race to buy TickTok shares new decision of ByteDance after Trumps ultimatum
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X