For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিনের 'প্রিয় বন্ধু' পাকিস্তানকে চরম ধাক্কা আমেরিকার! করাচি হামলা ইস্যুতে একজোট দিল্লি-ওয়াশিংটন

  • |
Google Oneindia Bengali News

সব মরশুমেই চিনের 'পরমবন্ধু' বলে পরিচিত পাকিস্তান। আর দুই প্রতিবেশী দেশই এবার ভারতের বিরুদ্ধে কোমর বেঁধে একজোট হয়েছে। পাকিস্তানের করাচিতে সোমবার হামলার ঘটনায় ভারতকে দুষতে শুরু করে পাকিস্তান। যা নিয়ে নিরাপত্তা পরিষদেও বেশ আলোচনা হয়।

পাকিস্তানের বিরুদ্ধে আমেরিকা

পাকিস্তানের বিরুদ্ধে আমেরিকা

নিরাপত্তা পরিষদে পাকিস্তানের তরফে করাচি হামলায় ভারতে কাঠগড়ায় দাঁড় করানোর বন্দোবস্ত করে ফেলেছিল ইমরান সরকার। তবে সেগুড়ে বালি ঢেলে দিয়েছে আমেরিকা। পাকিস্তানের বক্তব্যে তিনের সমর্থন আসতেই , চিনের চিরশত্রু আমেরিকা ভারতের পক্ষ নেয়।

জার্মানি, আমেরিকা একজোট চিনের বিরুদ্ধে

জার্মানি, আমেরিকা একজোট চিনের বিরুদ্ধে

নিরাপত্তা পরিষদে চিন পাকিস্তানের বক্তব্যকেই সমর্থন জানিয়ে তা এগিয়ে দেওয়ার চেষ্টা করছিল। এরপর নিয়ম মতো, এই বক্তব্যে যদি বাধ না সাধে তাহলে সেই বক্তব্যকেই চূড়ান্ত বলে ধরা নেওয়া হয়। তবে এমন পরিস্থিতিতে চিন বক্তব্যটি এগিয়ে নিয়ে যেতে চায়। কিন্তু প্রথমে বাধ সাধে জার্মানি, পরে আমেরিকা। এই দুটি দেশ জোটবদ্ধ হয়ে ভারতের পাশে দাঁড়ায়।

 চিন -পাক আঁতাত

চিন -পাক আঁতাত

চিন ও পাকিস্তানের মধ্যে যে আঁতাত বহুদিনের তা এশিয়ার রাজনীতিতে বহু পুরনো তথ্য। আর সেই আঁতাতকে কার্যকর করে লাদাখ সীমান্তে চিনের সঙ্গে যোগসাজোস বাড়িয়ে যাচ্ছে পাকিস্তান। এদিকে, রাষ্ট্রসংঘের মঞ্চেও ভারতের দুই শত্রুপক্ষ দেশ একইভাবে বিরুদ্ধাচারণ করছে ভারতের। আর সাম্প্রতিক করাচি স্টক এক্সচেঞ্জে হামলা অনেকটাই দুটি দেশকে মাইলেজ দিয়েছে ভারতের বিরুদ্ধাচারণে।

 পাকিস্তানকে সঙ্গে নিয়ে চিনের প্যাঁচ

পাকিস্তানকে সঙ্গে নিয়ে চিনের প্যাঁচ

এদিকে, পাকিস্তানের বিদেশমন্ত্রী মেহমুদ কুরেশি যখন ভারতের বিরুদ্ধে করাচি স্টক এক্সচেঞ্জে হামলার অভিযোগ তোলেন , তাতে চিনের সায় যে প্রচ্ছন্ন ভাবে ছিল, তা রাষ্ট্রসংঘে পরোক্ষে স্পষ্ট করেছে বেজিং। অন্যদিকে, গোটা হামলার সঙ্গে কোনও সম্পর্র দিল্লির নেই বলে জানিয়েছে ভারত। ভারত জানিয়ে দেন প্রমাণ ছাড়া এমন বক্তব্য পাকিস্তান রাখতে পারে না।

English summary
US Supports India on Karachi exchange attack statement issue
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X