For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'বাজপেয়ী মহান নেতা', শোকবার্তা ভেসে এল ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা থেকেও

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণে শোকবার্তা উড়ে এল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে।

  • |
Google Oneindia Bengali News

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণে শোকবার্তা উড়ে এল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও সরকারের পক্ষ থেকে শোকপ্রকাশ করলেন। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে যেভাবে বাজপেয়ীর মতো প্রধানমন্ত্রী কাজ করেছেন তা উল্লেখযোগ্য বলে ব্যাখ্যা করা হয়েছে। যেভাবে ভারতবর্ষের উন্নতির কাজে বাজপেয়ী জীবন উৎসর্গ করেছিলেন তার প্রশংসা উড়ে এসেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের তরফেও। বাজপেয়ীই প্রথম ভারত-মার্কিন সম্পর্ককে স্বাভাবিক বন্ধন বলে ব্যাখ্যা করেন। সেটাও নিজের বক্তব্যে পম্পেও তুলে ধরেছেন।

আমেরিকার শোকবার্তা

আমেরিকার মানুষ ও আমি ভারতের এই দুঃখের সময়ে পাশে রয়েছি। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণে আমরা গভীর শোকপ্রকাশ করছি।

পম্পেও-র শোকপ্রকাশ

দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে অটল বিহারী বাজপেয়ী বড় ভূমিকা নিয়েছিলেন। তাঁক দূরদৃষ্টির কারণে দুই দেশ উপকৃত হয়েছে। দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া আরও সহজ হয়েছে।

বাজপেয়ীর অনুধাবন ক্ষমতা

বাজপেয়ী অনেক আগেই বুঝেছিলেন, ভারত-আমেরিকা দুই গণতান্ত্রিক দেশের সম্পর্কের উন্নতি হলে অর্থনৈতিক, সুরক্ষা সহ একাধিক দিকে সারা পৃথিবীর উন্নতি সাধন হতে পারে। সেই কাজেই ব্রাতী হয়েছিলেন তিনি। মত পম্পেও-র।

দুই দেশের সুবিধা

আজ ভারত ও আমেরিকা দুই দেশই অটল বিহারী বাজপেয়ীর দূরদৃষ্টির কারণে উপকৃত। পারষ্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা আগের চেয়ে অনেক বেড়েছে। আর তা সম্ভব হয়েছে বাজপেয়ীর মতো নেতাদের কারণেই।

English summary
US Secretary of State Mike Pompeo condolences Atal Bihari Vajpayee's demise
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X