For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মানুষের আয়ু বাড়িয়ে নেওয়া যেতে পারে কোন ওষুধে! করোনার আবহে অবিশ্বাস্য আবিষ্কারের পথে বিজ্ঞানীরা

মানুষের আয়ু বাড়িয়ে নেওয়া যেতে পারে! করোনার আবহে অবিশ্বাস্য আবিষ্কারের পথে বিজ্ঞানীরা

  • |
Google Oneindia Bengali News

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়াতে এক বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গবেষকদের আবিষ্কার এই মুহূর্তে যুগান্তকারী সাফল্য আনতে পারে। যে গবেষণা বলছে মানুষের শরীরের আয়ু আরও বাড়িয়ে নেওয়া যেতে পারে।

'সঞ্জিবনী'র নাম কী?

'সঞ্জিবনী'র নাম কী?

গবেষকরা বলছেন, মিফপ্রিস্টন নামের ওষুধ মানুষের আয়ু বাড়িয়ে দিতে পারে। দুটি ভিন্ন প্রজাতির প্রাণীর ওপর ল্যাবরেটারিতে এই ওষুধ প্রয়োগ করা হয়েছে। আর তাতেই দেখা গিয়েছে যে এই ওষুধ মানবজীবনের বাঁচার সময়সীমা বাড়িয়ে দিতে পারে।

কয়েকটি তথ্য

কয়েকটি তথ্য

অনঅভিপ্রেত গর্ভধারণ রোধে আরইউ৪৮৬ প্রয়োগ করা হয়। কখনও ক্যানসার নিরাময়ের কাজেও এই ওষুধ ব্যবহার করা হয়। এই ওষুধ মহিলা ড্রসফিলা মাছির শরীরে একাধিক ইতিবাচক ফল দেখিয়েছে। আর কয়েকটি পরীক্ষা বলছে, এই ওষুধ প্রাণীদের শরীরেও ব্যাপক কার্যকরী হতে পারে।

 মাছির দেহে কী দেখা গিয়েছে?

মাছির দেহে কী দেখা গিয়েছে?

মহিলা ড্রসফিলা মাছির দেহে এই ওষুধ প্রয়োগ করে দেখা গিয়েছে , তাদের জন্মদানের ক্ষমতা কমে যাচ্ছে, অথচ জীবনের বাঁচবার সময়সীমা বেড়ে যাচ্ছে। বহু রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যাচ্ছে। যা নিঃসন্দেহে বড় আবিষ্কার বলে মনে করা হচ্ছে।

 কেন মানব শরীর নিয়ে আশা?

কেন মানব শরীর নিয়ে আশা?

বিজ্ঞানীরা বলছেন, মিফপ্রিস্টন মাছির শরীরে যা করেছে, তার অনেকাংশ কাজই মানব শরীরে করে থাকে। এর দ্বারা প্রজনন শক্তি মানুষ হারায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ফলে , মানুষের আয়ুও বাড়বে বলে আশা করা হচ্ছে।

 বহু প্রাণীর ওপর ওষুধের একই প্রতিক্রিয়া!

বহু প্রাণীর ওপর ওষুধের একই প্রতিক্রিয়া!

বিজ্ঞানীরা দেখেছেন, বহু প্রাণার ওপরই একই রকমের প্রতিক্রিয়া দেখাচ্ছে, মিফপ্রিস্টন। ফলে এবার মানব শরীর নিয়ে আশা করতে শুরু করেছেন বিজ্ঞানীরা। যদিও ওখনও বহু গবেষণা বাকি রয়েছে।

বিজেপিকে মাত দিল তৃণমূল! 'বাংলার গর্ব মমতা'য় ভোঁতা মুকুল-দিলীপদের যাবতীয় 'ব্রহ্মাস্ত্র'বিজেপিকে মাত দিল তৃণমূল! 'বাংলার গর্ব মমতা'য় ভোঁতা মুকুল-দিলীপদের যাবতীয় 'ব্রহ্মাস্ত্র'

English summary
US Scientists may have found path to increase Human Life path says report
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X