For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুয়োর থেকে করোনা ভাইরাস ছড়াতে পারে মানবদেহে, নয়া গবেষণায় চাঞ্চল্য বিজ্ঞানী মহলে

Google Oneindia Bengali News

নয়া গবেষণা থেকে জানা গিয়েছে যে শুয়োর থেকে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়াতে পারে মানবদেহে। সাম্প্রতিককালে দেখা গিয়েছে যে শুয়োরের দেহে এক ধরনের করোনা সংক্রমণ হয়েছে যার জেরে আক্রান্ত শুয়োরগুলির পেট খারাপ হয়েছিল। সেই নির্দিষ্ট স্ট্রেইনের করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে মানবদেহে।

 চিন জুড়ে করোনা আক্রান্ত শুয়োরের খোঁজ মিলেছে

চিন জুড়ে করোনা আক্রান্ত শুয়োরের খোঁজ মিলেছে

নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের এর গবেষণায় এই নতুন ধরনের করোনার হদিস মেলে যেটাকে এসএডিএস-সিওভি হিসাবে চিহ্নিত করা হয়েছে। চিন জুড়ে করোনা আক্রান্ত শুয়োরের খোঁজ মিলেছে। বাদুর থেকেই সেই শুয়োরগুলির শরীরে করোনা ছড়িয়েছে। এবং সেই শুয়োরের থেকে পরবর্তীতে মানুষএর দেহেও করোনা ছড়িয়ে থাকতে পারে বলে বলা হচ্ছে।

শুয়োর নিয়ে আইসিএমআর-এর সতর্কবার্তা

শুয়োর নিয়ে আইসিএমআর-এর সতর্কবার্তা

এদিকে কয়েকদিন আগেই ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ-এর বিজ্ঞানীরা শুয়োর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছিলেন। জানা গিয়েছে, চিন ও ভিয়েতনামে কিউলেক্স মশা ও শুয়োরের মাধ্যমে সিকিইউভি নামক এক ভাইরাস ছড়িয়ে পড়ছে।

চিনে পালিত শুয়োরের রক্তে সিকিইউভি ভাইরাস

চিনে পালিত শুয়োরের রক্তে সিকিইউভি ভাইরাস

এই সিকিইউভি ভাইরাস, যাকে সাধারণে ক্যাট কে ভাইরাস হিসেবেই চেনেন, তার প্রকোপে জ্বর, মেনেঞ্জাইটিস ও শিশুদের এনসেফেলাইটিস দেখা দিতে পারে। চিনে পালিত শুয়োরের রক্তে সিকিইউভি ভাইরাসের উপস্থিতি প্রায়ই দেখা গিয়েছে বলে তাঁরা জানিয়েছেন আইসিএমআর-এর গবেষকরা।

English summary
US scientists have revealed that swine coronavirus may spread from animals to people
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X