For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী-ওবামা মৈত্রী : ২০০টি চুরি যাওয়া প্রাচীন মূর্তি ভারতকে ফেরত দিল মার্কিন যুক্তরাষ্ট্র

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

ওয়াশিংটন, ৭ জুন : ভারত-মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে সারা বিশ্বের কূটনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। একটি দেশ পৃথিবীর সবচেয়ে শক্তিধর ও অন্যটির সর্ববৃহৎ গণতন্ত্র। আর এই দুইয়ের মৈত্রী বিশ্বের কূটনৈতিক মানচিত্রে অন্য মাত্রা যোগ করেছে।

সেইসূত্রেই এই মৈত্রীকে আরও এগিয়ে নিয়ে যেতে এদিন মার্কিন সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে ভারত থেকে চুরি যাওয়া ২০০টি প্রাচীন মূর্তি তুলে দিল ওবামা সরকার। এর আনুমানিক বাজার মূল্য ১০০ মিলিয়ন মার্কিন ডলার। এই ঘটনার পর মার্কিন সরকারকে ধন্যবাদও জানিয়েছেন মোদীজি।

২০০টি চুরি যাওয়া প্রাচীন মূর্তি ভারতকে ফেরত আমেরিকার

তিনি জানিয়েছেন, প্রাচীন স্থাপত্য ও ভাষ্কর্য দুই দেশের সংষ্কৃতিতেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই ঘটনা ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে।

গত দুই বছর ধরে বহু দেশই ভারতীয় ঐতিহ্যবাহী পুরনো নানা ঐতিহাসিক নিদর্শন ভারতকে ফেরত দিচ্ছে। এবার সেই দলে নাম যোগ হল আমেরিকারও। এজন্য মার্কিন রাষ্ট্রপতি ও সরকারের প্রতি ভারতবাসী কৃতজ্ঞ বলেও জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।

বস্তুত ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র দুটি দেশের সরকারই পুরনো ঐতিহাসিক নিদর্শন চুরি ও পাচার রোধে বিশেষ তৎপর হয়েছে। শুধু তাই নয়, চোরাই নিদর্শন ধরা পড়লে একে অপরকে মূল্যবান এই নিদর্শন ফিরিয়েও দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

যে মূর্তিগুলি ফেরত পাঠানো হচ্ছে তার মধ্যে রয়েছে বিভিন্ন ধর্মের নানা ভাস্কর্য, বোঞ্জের মূর্তি, টেরাকোটার কাজ করা নিদর্শন ইত্যাদি। এর মধ্যে অনেকগুলি মূর্তি ২ হাজার বছর আগে তৈরি হয়েছিল। সেগুলিই এবার ভারতে ফেরত পাঠানো হবে।

English summary
US returns 200 artifacts worth $100 million to India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X