For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিনা আক্রমণ থেকে মার্কিন বাহিনী তাইওয়ানকে রক্ষা করবে, প্রতিশ্রুতি ডো বাইডেনের

চিনা আক্রমণ থেকে মার্কিন বাহিনী তাইওয়ানকে রক্ষা করবে, প্রতিশ্রুতি ডো বাইডেনের

Google Oneindia Bengali News

তাইওয়ান ইস্যুতে আমেরিকার নীতি এক রয়েছে। চিন তাইওয়ানে সামরিক হামলা চালালে আমেরিকা তা প্রতিহত করবে। তাইওয়ানকে আমেরিকা সুরক্ষা দেবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডো বাইডেন একটি অনুষ্ঠানে জানান। জো বাইডেনের এই বিবৃতিতে নতুন করে আমেরিকার সঙ্গে চিনের উত্তেজনা বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। যদিও আগেও একাধিকবার আমেরিকা চিন আক্রমণ থেকে তাইওয়ানকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছে।

জো বাইডেনের প্রতিশ্রুতি

জো বাইডেনের প্রতিশ্রুতি

মে মাসে জাপান সফরে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। টোকিওতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট চিনের আক্রমণ থেকে তাইওয়ানকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি চিনের আক্রমণে তাইওয়ানকে আমেরিকা সামরিকভাবে সাহায্য করবে কি না, সেই বিষয়ে স্পষ্ট কোনও মন্তব্য করেননি। মে মাসে সাংবাদিকদের প্রশ্নে বাইডেন বলেছিলেন, তাইওয়ান ইস্যুতে আমেরিকার নীতির কোনও পরিবর্তন হয়নি। তবে বাইডেনের প্রতিশ্রুতি যে তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে দিচ্ছে তা নয়, তাইওয়ানের প্রতি চিনের আগ্রাসন অনেকটাই প্রতিহত করবে।

আমেরিকার তাইওয়ান নীতি

আমেরিকার তাইওয়ান নীতি

জো বাইডেন বার বার চিনা হামলা থেকে তাইওয়ানকে রক্ষা করার প্রতিশ্রুতি দিলেও মার্কিন প্রশাসনের নীতি নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে। ১৯৭৯ সালে তাইওয়ানের সঙ্গে সমস্ত ধরনের কূটনৈতিক সম্পর্ক আমেরিকা ছিন্ন করে। তাইওয়ানের প্রতিনিধি হিসেবে সেই সময় ওয়াশিংটন বেজিংকেই স্বীকৃতি দেয়। পাশাপাশি আবার তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র বলে আমেরিকা দাবি করে। মার্কিন কংগ্রেসে পাস হওয়া একটি আইনের মাধ্যমে চিনের বিশাল সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে, আত্মরক্ষা নিশ্চিত করতে আমেরিকা তাইওয়ানকে অস্ত্র বিক্রি করবে। সামরিকভাবে তাইওয়ানকে সরাসরি সমর্থন করবে কি না, সেই বিষয়ে মার্কিন নীতি অস্পষ্ট। অন্য দিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাইওয়ানকে বার বার আত্মরক্ষার প্রতিশ্রুতি দিলেও সামরিকভাবে সরাসরি সাহায্য করার বিষয়ে স্পষ্ট কোনও মন্তব্য করেনি।

পেলোসির তাইওয়ান সফর ঘিরে উত্তেজনা

পেলোসির তাইওয়ান সফর ঘিরে উত্তেজনা

চিন বরাবর তাইওয়ানকে তাদের অংশ বলে দাবি করেছে। যদিও তাইওয়ানে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার গঠন হয়। চলতি বছরের মাঝামাঝি সময়ে শীর্ষ মার্কিন কূটনীতিক তাইওয়ান সফর করেন। এই সফর ঘিরে চিন ও আমেরিকার মধ্যে উত্তেজনা দেখা দেয়। চিন একাধিকবার পেলোসির সফর বাতিলের হুমকি দেয়। কিন্তু মার্কিন হাউস স্পিকার পেলোসি তাইওয়ান সফর করে। গত ২৫ বছরে একাধিকবার মার্কিন কূটনীতিকরা তাইওয়ান সফর করলেও, পেলোসির মতো শীর্ষ কূটনীতিক প্রথমবার এই সফর করছেন। আমেরিকায় প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্টের পর হাউস স্পিকারের ক্ষমতা।

চিনের তীব্র প্রতিক্রিয়া

চিনের তীব্র প্রতিক্রিয়া

ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের তীব্র প্রতিক্রিয়া দেখায় চিন। তাইওয়ানকে কার্যত অবরুদ্ধ করে চিন শক্তিশালী সামরিক মহড়া চালায়। তাইওয়ান প্রণালী অবরুদ্ধ করে চিনের নৌবাহিনী মহড়া চালায়। অন্যদিকে, তাইওয়ানের আকাশের ওপর দিয়ে চিন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপন করে। যার জেরে তাইওয়ানের তাইওয়ানের বিমান চলাচল বন্ধ হয়ে যায়। বিদেশ থেকে আসা জাহাজগুলো তাইওয়ান প্রণালীতে আটকে পড়ে। সেই সময় তাইওয়ানের পাশে থাকার বার্তা মার্কিন প্রেসিডেন্ট ডো বাইডে দিয়েছিলেন।

৬.৯ মাত্রার ভূমিকম্পেও অটল ১০৬ তলার বিল্ডিং, কোন টেকনোলজিতে বেঁচে গেল তাইওয়ানের এই বিল্ডিং? জেনে নিন ৬.৯ মাত্রার ভূমিকম্পেও অটল ১০৬ তলার বিল্ডিং, কোন টেকনোলজিতে বেঁচে গেল তাইওয়ানের এই বিল্ডিং? জেনে নিন

English summary
Joe Biden said US forces would help Taiwan to defend from China attack
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X