For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্রিটেনে শাসকের কুর্সিতে ভারতীয় বংশোদ্ভুত, কী বললেন মার্কিন প্রেসিডেন্ট

ব্রিটেনে শাসকের কুর্সিতে ভারতীয় বংশোদ্ভুত, কী বললেন মার্কিন প্রেসিডেন্ট

Google Oneindia Bengali News

এবার ব্রিটেন শাসন করবেন ভারতীয় বংশোদ্ভুত ঋষি সুনক। ঐতিহাসিক ঘটনা বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন এটা ব্রিটেনের একটা মাইলস্টোন বলা ভাল। কারণ একটা সময়ে ব্রিটিশরা ভারতকে শাসন করেছে। আজ ব্রিটেন শাসনের রাশ রয়েছে ভারতীয় বংশোদ্ভুতের হাতে। সময় যেন উলট পূরাণ দেখাচ্ছে। ঋষি সুনককে অবশ্য জো বাইডেন শুভেচ্ছা জানিয়েছেন।

ব্রিটেনের কুর্সিতে ঋষি

ব্রিটেনের কুর্সিতে ঋষি

দীপাবলির শুভ দিনে সুখবর এস সুদূর ব্রিটেন থেকে। শেষ পর্যন্ত সব জল্পনা সত্যি করেই ব্রিটেনের শাসনের কুর্সিতে এলেন ঋষি সুনক। তাঁকেই কনজারভেটিভরা নির্বাচিত করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে। বরিস জনসনের পদত্যাগের পর থেকেই ঋষি সুনককে নিয়ে জল্পনা শুরু হয়েছিল। কিন্তু লিজ মাঝে এসে পড়েন। কিন্তু মাত্র ৪৫ দিন প্রধানমন্ত্রী পদে থাকার পর পদত্যাগ করেন লিজ। তারপরেই গতকাল তাঁকে প্রধানমন্ত্রী পদে নির্বাচিত করে কনজারভেটিভরা। ভারতীয় বংশোদ্ভুত ঋষি সুনক িনফোসিসেস প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির জামাই।

শুভেচ্ছা মার্কিন প্রেসিডেন্টের

শুভেচ্ছা মার্কিন প্রেসিডেন্টের

ব্রিটেনের কুর্সিতে ভারতীয় বংশোদ্ভুত গোটা বিশ্বকে চমকে দেওয়ার খবর। সেই চমক গিয়ে পৌঁছেছে সুদূর আমেরিকাতেও। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ব্রিটেন শাসন করবে ভারতীয় বংশোদ্ভুত খবরটা একেবারেই সহজ নয়। এক কথায় একে মাউলস্টোন বললে ভুল হবে না। যাকে ঐতিহাসিক বললেও ভুল হবে না। ব্রিটেনে বসবাসকারী ভারতীয় দের একটা বড় সাফল্য বলে উল্লেখ করেছেন তিনি। দীপাবলি উপলক্ষ্যে হোয়াইট হাউসে বক্তব্য রাখার সময় এই মন্তব্য করেন জো বাইডেন।

আমেরিকাতেও শাসক গোষ্ঠীতে ভারতীয় বংশোদ্ভুত

আমেরিকাতেও শাসক গোষ্ঠীতে ভারতীয় বংশোদ্ভুত

শুধু ব্রিটেন নয় আমেরিকাতেও শাসক গোষ্ঠীতে রয়েছে ভারতীয় বংশোদ্ভুত কমলা হ্যারিস। বাইডেন সরকারের ভাইস প্রেসিডেন্ট তিনি। বিশ্বের দুই উন্নত দেশ শাসক শিবিরে ভারতীয় বংশোদ্ভুতদের উপস্থিতি রীতিমত বড় সাফল্য বলে মনে করছে রাজনৈতিক মহল। কমলা হ্যারিস ভাইস প্রেসিডেন্ট হলেও বাইডেন সরকারে উপরে তার যথেষ্ট ক্ষমতা রয়েছে। কমলা হ্যারিসের মার্কিন ভাইস প্রেসিডেন্ট পদে আসা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বিদেশের মাটিেত ভারতীয়দের বড় সাফল্য

বিদেশের মাটিেত ভারতীয়দের বড় সাফল্য

আমেরিকায় কমলা হ্যারিসের ভাইস প্রেসিডেন্ট পদে বসা এবং ব্রিটেনের শাসকের কুর্সিতে ভারতীয়দের অবস্থান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এতে আমেরিকা এবং ব্রিটেনে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভুতদের বড় সাফল্য দেখছে রাজনৈতিক মহল। কারণ এতে প্রবাসে থাকা ভারতীয় এবং এশিয়ার বাসিন্দাদের সেখানে বসবাস আরও সহজ হবে।

ব্রিটিশদের শাসন করবেন জামাই, কী বললেন ঋষি সুনকের শ্বশুর মশাইব্রিটিশদের শাসন করবেন জামাই, কী বললেন ঋষি সুনকের শ্বশুর মশাই

English summary
US president Joe Biden said it is Historic that Britain will lead by Indian Origine
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X