মিসাইল উৎক্ষেপণের দিনই কিমকে চিঠি ট্রাম্পের, করোনা নিয়ে উত্তর কোরিয়াকে সাহায্যের প্রস্তাব!
করোনা প্রতিরোধে উত্তর কোরিয়াকে সাহায্যে হাত বাড়িয়ে দিল আমেরিকা। এই বিষয়ে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে কাজ করতে আগ্রহী বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বিষয়ে কিম জং উনকে একটি চিঠিও লেখেন মার্কিন প্রেসিডেন্ট।

কিমকে ট্রাম্পের চিঠি
জানা যাচ্ছে, নিজের দেয়া একটি ব্যক্তিগত চিঠিতে কিমকে ট্রাম্প জানিয়েছেন যে করোনা প্রতিরোধ করতে উত্তর কোরিয়ার সঙ্গে এক সঙ্গে কাজ করতে চান তিনি। রবিবার উত্তর কোরিয়া সরকারের পক্ষ থেকেও এই চিঠির কথা নিশ্চিত করা হয়েছে।

কী ছিল সেই চিঠিতে?
এ বিষয়ে সংবাদমাধ্যম কেসিএনএকে উত্তর কোরিয়া সরকারের মুখপাত্র কিম ইয়ো জং বলেন, 'চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়া এবং আমেরিকাক সমপর্ক আরও মজবুত করার বিষয়ে জোর দিয়েছেন। এই বিষয়ে তিনি তাঁর পরিকল্পনার ব্যপারে লিখেছেন চিঠিতে। পাশপাশি মহামারী কিভাবে প্রতিরোধ করা যায় তা নিয়ে সহযোগিতা করতে চেয়েছেন।'

করোনা আতঙ্কের মধ্যেই শনিবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ
প্রসঙ্গত, করোনা আতঙ্কের মধ্যেই শনিবার উত্তর কোরিয়া জাপান সাগরের দিকে দুটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। জাপান কোস্ট গার্ডের পক্ষ থেকেও উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিশ্ব রাজনীতি তোলপাড়
বিশ্বজুড়ে করোনা সংক্রমণের আতঙ্কের মধ্যে। তবে তাতে পরোয়া করেন না উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। তবে এই পরিস্থিতিতে ট্রাম্পের এই বার্তায় কতটা সারা দেবেন কিম, তা সময়ই বলবে। গতকালকের ক্ষপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিয়ে বিশ্ব রাজনীতি তোলপাড় হয়ে যাচ্ছে।

কোন পথে বিশ্ব রাজনীতি?
পাশাপাশি, আমেরিকার 'বন্ধু রাষ্ট্র' হিসাবে পরিচিত জাপান ও দক্ষিণ কোরিয়াকে চটিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে হাত মেলাতে কেন উদ্যোগ নিলেন ট্রাম্প, তা নিয়েও উঠছে প্রশ্ন। এর আগে বিশ্ব সংকটের মধ্যে উত্তর কোরিয়ার এহেন মিসাইল উৎক্ষেপণের আচরণের তীব্র নিন্দা জানিয়েছিল দক্ষিণ কোরিয়া।