For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের বিতর্কিত মন্তব্য মার্কিন প্রেসিডেন্টের, সেরে উঠেই করোনা নিয়ে বেপরোয়া মনোভাব ট্রাম্পের

Google Oneindia Bengali News

ফের বিতর্কিত মন্তব্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের৷ এবার আমেরিকার সংক্রামক রোগ বিশেষজ্ঞকে ইডিয়ট বলে আখ্যা দিলেন ট্রাম্প৷ বিখ্যাত ওই চিকিৎসক অ্যান্টনি ফৌসি আবার হোয়াইট হাউজ টাস্ক ফোর্সের অন্যতম সদস্য৷ সোমবার দলীয় কর্মীদের আয়োজিত এক প্রচারসভায় তাঁকেই ইডিয়ট বলেন ট্রাম্প।

আমেরিকার প্রেসিডেন্টের মাথাব্যথার কারণ

আমেরিকার প্রেসিডেন্টের মাথাব্যথার কারণ

করোনা মোকাবিলায় একাধিক পদক্ষেপের কথা বলেছেন অ্যান্টনি ফৌসি। তা নিয়েই তিনি আমেরিকার প্রেসিডেন্টের মাথাব্যথার কারণ হয়ে উঠেছেন বলে অনেকের বক্তব্য। সেই সুরই ধরা পড়ল ট্রাম্পের গলায়। তিনি বলেন, জনগণ করোনা নিয়ে ক্লান্ত হয়ে পড়েছে৷ তারা বলছে, 'যতই যাই হোক, আমাদের ছেড়ে দিন৷ আমরা ক্লান্ত হয়ে পড়েছি৷ জনগন ফৌসিসহ অন্য ইডিয়টসদের কথা শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়েছে৷'

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি

৭৯ বছরের ফৌসিকে নিয়ে তিনি আরও বলেন, 'মনে হচ্ছে এখানে উনি ৫০০ বছর ধরে রয়েছেন৷' আমেরিকায় ইতিমধ্যে করোনায় প্রাণ কেড়েছে প্রায় ২ লক্ষ ২০ হাজার মানুষের৷ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, আমরা যদি ফৌসির কথা শুনে চলতাম তাহলে এদেশে ৭ থেকে ৮ লক্ষ মানুষ করোনায় মারা যেতেন৷ উল্লেখ্য, ফৌসি ওয়াশিংটনের শহরতলি এলাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি এবং সংক্রামক রোগের উপর নির্দেশনার কাজ করার জন্য বিশ্বব্যাপী স্বীকৃতি অর্জন করেছেন৷

উল্টো সুর রিপাবলিকান সেনটরের গলায়

উল্টো সুর রিপাবলিকান সেনটরের গলায়

ট্রাম্প একথা বললেও তাঁর দলেরই সেনেটর লামার আলেকজান্ডারের মত ভিন্ন। রিপাবলিকান এই সেনেটর বলেন, 'ডঃ ফৌসি হলেন আমাদের দেশের অন্যতম বিশিষ্ট সরকারি কর্মচারী৷ রোনাল্ড রেগান থেকে শুরু করে ৬ জন প্রেসিডেন্টের সময়কালে নিজের দায়িত্ব পালন করেছেন৷ আমরা যদি তাঁর পরামর্শ মেনে চলি, তাহলে সংক্রমণ কম হবে৷ স্কুল-অফিস আদালতে যাওয়া এবং খাওয়া-দাওয়া নিরাপদে করতে পারব৷'

ট্রাম্পের এক সভায় ফৌসির বার্তা শোনানো হয়

ট্রাম্পের এক সভায় ফৌসির বার্তা শোনানো হয়

সম্প্রতি ট্রাম্পের এক সভায় করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে ফৌসির বার্তা শোনানো হয়। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিশিষ্ট এই চিকিৎসক। তিনি বলেন, তাঁর বক্তব্যের অংশ কেটে শোনানো হয়েছে। গত পাঁচ দশকে সরকারি কর্মজীবনে তিনি কোনও রাজনৈতিক ব্যক্তির প্রচার করেননি বলেও স্পষ্ট করে দেন।

<strong>কাশ্মীর নিয়ে 'বিশেষ ছক' কষছে ইসলামাবাদ! জইশ, লস্কর, হিজবুলকে মদত দিচ্ছে ISI</strong>কাশ্মীর নিয়ে 'বিশেষ ছক' কষছে ইসলামাবাদ! জইশ, লস্কর, হিজবুলকে মদত দিচ্ছে ISI

English summary
US President Donald Trump slammed Anthony Fauci after his recommendations on Coronavirus spread
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X