For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমেরিকায় কি করোনার সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি কেটে গিয়েছে! ৬ লক্ষ আক্রান্তের দেশ কী জানাল

  • |
Google Oneindia Bengali News

করোনার বিষ দংশন যখন শুরু হয়েছিল বিশ্বে, তখন প্রাথমিকভাবে ডোনাল্ড ট্রাম্পের দেশ সেভাবে তাতে আমল দিতে চায়নি। এরপর আমেরিকায় মরক শুরু হয়। নিউ ইয়র্ক সিটি কার্যত মৃত্যুপুরীতে পর্যবসিত হয়েছে। এরমধ্যে সোশ্যাল ডিসটেন্সিং এর বার্তা দিয়েও মার্কিন নাগরিকদের মধ্যে যোগ্য সচেতনতা গড়ে তুলতে পারেনি ট্রাম্প প্রশাসন। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট দিলেন বড় সড় বার্তা।

ট্রাম্প কী জানিয়েছেন?

ট্রাম্প কী জানিয়েছেন?

তাঁর দেশে বিশ্বের সবচেয়ে বেশি করোনা আক্রান্ত মানুষ রয়েছেন। মৃতের সংখ্যাতেও অন্যান্য দেশকে ছাড়িয়েছে সবচেয়ে শক্তিধর আমেরিকা। এমন পরিস্থিতিতে ট্রাম্প জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র করোনার সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি পেরিয়ে গিয়েছে। অর্থাৎ, করোনার 'পিক' আমেরিকা পেরিয়েছে বলে জানান তিনি।

 আগ্রাসী মনোভাবই জয় করেছে করোনা যুদ্ধ!

আগ্রাসী মনোভাবই জয় করেছে করোনা যুদ্ধ!

ট্রাম্প জানিয়েছেন, যেভাবে মার্কিন প্রশসান আগ্রাসী মনোভাব নিয়ে গোটা পরিস্থিতির সঙ্গে লড়াই করেছেন, তাতে সমস্যা এড়ানো গিয়েছে। তিনি জানান, করোনার বিরুদ্ধে এই লড়াই চলবে। তবে দেশজুড়ে যা তথ্য তিনি পেয়েছেন, তাতে মনে হচ্ছে যে করোনার 'পিক' আমেরিকা কাটিয়ে উঠেছে।

আমেরিকা ফের সচল হতে চলেছে!

আমেরিকা ফের সচল হতে চলেছে!

নিউ ইয়র্ক সিটি কার্যত মৃত্যুপুরী, নিউ জার্সির পরিস্থিতিও ভালো নয়। ২৮ হাজার ছাড়িয়েছে মার্কিন মুলুকে করোনা আক্রান্তের সংখ্যা। এমন অবস্থায় ট্রাম্প জানাচ্ছেন সারা দেশে যা 'ডেটা' রয়েছে তাতে আবার 'উন্নয়ন' এর পথ ধরতে তাঁর দেশ সচল হতে চলেছে।

পরিস্থিতি স্বাভাবিক করতে মরিয়া ট্রাম্প

পরিস্থিতি স্বাভাবিক করতে মরিয়া ট্রাম্প

নভেম্বর মাসেই মার্কিন মুলুকে আয়োজিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে , দেশকে লকডাউনের পরিস্থিতি থেকে মুক্তি দিয়ে ফের অর্থনৈতিক কাজকর্ম শুরু করতে মরিয়া ট্রাম্প। আর সেই কারণেই দেশের বিভিন্ন জায়গা ফের 'খুলে' দেওয়ার বার্তা তিনি দিয়েছেন।

 মে মাস নিয়ে বড় ঘোষণা আমেরিকার!

মে মাস নিয়ে বড় ঘোষণা আমেরিকার!

ট্রাম্পের বার্তা , ১ মে-র আগেই সম্ভবত মার্কিন মুলুকের অর্থনীতি স্বাভাবিক ছন্দে হাঁটা শুরু করে দেবে। বিভিন্ন জায়গা , যা বন্ধ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে কাজকর্ম শুরু করে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।

English summary
US President Donald Trump says US has likely 'passed the peak' of Coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X