For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুঃসময়ে ট্রাম্প! করোনা সঙ্কটের মাঝেই হারালেন ছোট ভাই রবার্টকে, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

দুঃসময়ে ট্রাম্প! করোনা সঙ্কটের মাঝেই হারালেন ছোট ভাই রবার্টকে, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

  • |
Google Oneindia Bengali News

সময়টা ভালো যাচ্ছেন আমেরিকার বিদায়ী রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। এবার করোনা সঙ্কট ও দেশজোড়া রাজনৈতিক অস্থিরতার মধ্যেই হারালেন নিজের ছোট ভাই রবার্ট ট্রাম্পকে। মার্কিন প্রেসিডেন্টের থেকে ২ বছরের ছোট ছিলেন রবার্ট ট্রাম্প। সম্প্রতি হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় নিউ ইয়র্কের একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছিল বলে খবর। শনিবার রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যায়।

‘ভালো বন্ধুকে হারালাম’, বললেন ট্রাম্প

‘ভালো বন্ধুকে হারালাম’, বললেন ট্রাম্প

মৃত্যুকালে রবার্ট ট্রাম্পের বয়স হয়েছিল ৭১ বছর ৷ এদিকে এই ঘটনায় ট্রাম্প পরিবারের পাশাপাশি শোকেরা ছায়া নেমে আসে হোয়াইট হাউসেও। ররার্টের আত্মার শান্তি কামনা করেন ডোনাল্ড ট্রাম্পও। সংবাদমাধ্যমে দেওয়া বিবৃতিতেও শোকে বিহ্বল হয়ে পড়তে দেখা যায় মার্কিন প্রেসিডেন্টকে। আবেগতাড়িত হৃদয়ে তিনি বলেন ‘‘রবার্ট শুধু আমার ভাই নয়, আমার সবচেয়ে ভাল বন্ধু ছিল।'' আগামীতে তাঁর অনুপস্থিতি খুব অনুভব করবেন বলেও জানিয়েছেন রিপাপলিকান প্রেসিডেন্ট।

ব্যবসায়ী হিসেবে সুপ্রতিষ্ঠিত ছিলেন রবার্ট ট্রাম্প

ব্যবসায়ী হিসেবে সুপ্রতিষ্ঠিত ছিলেন রবার্ট ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিকও এই মৃত্যুর ঘটনায় শ্রদ্ধা জ্ঞাপন করেন। ফ্রেড এবং মেরি অ্যান ট্রাম্পের পাঁচ সন্তানের মধ্যে রবার্ট ছিলেন সবচেয়ে ছোট। তার দাদা ডোনাল্ডের জন্মের দু'বছর পরে অর্থাৎ ১৯৪৮ সালে তাঁর জন্ম হয়েছিল বলে জানা যায়। ব্যবসায়ী হিসেবে সুপ্রতিষ্ঠিত ছিলেন রবার্ট ট্রাম্প। ওয়াল স্ট্রিটে কর্মজীবন শুরু করেছিলেন তিনি। পরবর্তীকালে পারিবারিক ব্যবসায় যোগ দিয়েছিলেন তিনি। ট্রাম্প সংস্থায়ার শীর্ষ নির্বাহী হিসেবে রিয়েল এস্টেট হোল্ডিং পরিচালনা করতেন বলেও জানা যায়।

মার্কিন প্রেসিডেন্টের উপর মেরি ট্রাম্পের লেখা বই প্রকাশ আটকানোর চেষ্টা রবার্টের

মার্কিন প্রেসিডেন্টের উপর মেরি ট্রাম্পের লেখা বই প্রকাশ আটকানোর চেষ্টা রবার্টের

এদিকে কর্মজীবনের বেশিরভাগ সময় পরিবারের রিয়েল-এস্টেট ফার্মেই ব্যয় করতে দেখা যায় রবার্টকে। এমনকী জীবনের শেষ সময়গুলোয় তিনি নিউইয়র্কে আধা অবসরে ছিলেন। এদিকে কয়েকদিন আগে তাঁর ভাগ্নি মেরি ট্রাম্পের লেখা "হাউ মাই ফ্যামিলি ক্রিয়েটেড ওয়ার্ল্ডস মোস্ট ডেঞ্জারাস ম্যান" শীর্ষক বইয়ের প্রকাশনা বন্ধে আদালতের শরণাপন্ন হন রবার্ট। সূত্রের খবর, ওই বইটি প্রেসিডেন্টকে উদ্দেশ্য করেই লেখা হয়েছিল। যদিও রবার্ট ট্রাম্প বইটির প্রকাশনা বন্ধে ব্যর্থ হন।

 বার্ট ট্রাম্পের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

বার্ট ট্রাম্পের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

বর্তমানে ম্যানহাটনের আপার ইস্ট চ্যারিটি সার্কি প্রায় এক দশক আগে স্ত্রী ব্লেইনের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়ে যায় বলেও খবর। একাধিক শারীরিক অসুস্থতা নিয়ে দীর্ঘ সময় ধরে ম্যানহাটনের মাউন্ট সিনাই হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি ছিলন বলে জানা যাচ্ছে। বেশ কিছুদিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও ঠিক কী অসুস্থতায় রবার্ট ট্রাম্প ভুগছিলেন, তা জানা যায়নি ৷ শুক্রবার ভাইকে দেখতে হাসপাতালেও যান প্রেসিডেন্ট ট্রাম্প।

বিহারে জোটে ফাটল ধরছে, ২০২০ বিধানসভা নির্বাচনের আগে সঙ্কট বাড়ছে নীতীশেরবিহারে জোটে ফাটল ধরছে, ২০২০ বিধানসভা নির্বাচনের আগে সঙ্কট বাড়ছে নীতীশের

English summary
us president donald trump in bad times lost younger brother robert in the coronavirus crisis the real cause of death is not known
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X