For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইএসআইএস প্রতিষ্ঠাতা বাগদাদিকে কীভাবে হত্যা, বর্ণনা দিলেন ট্রাম্প

আমেরিকার বিশেষ বাহিনীর হাতে নিহত আইএসআইএস-এর প্রতিষ্ঠাতা আবু বকর অল বাগদাদি। আমেরিকার প্রেসিডেন্ট রবিবার নিজেই সেই কথা জানিয়েছেন। একইসঙ্গে তিনি বাগদাদিকে কীভাবে মারা হয়েছে, তারও বর্ণনা দিয়েছেন।

  • |
Google Oneindia Bengali News

আমেরিকার বিশেষ বাহিনীর হাতে নিহত আইএসআইএস-এর প্রতিষ্ঠাতা আবু বকর অল বাগদাদি। আমেরিকার প্রেসিডেন্ট রবিবার নিজেই সেই কথা জানিয়েছেন। একইসঙ্গে তিনি বাগদাদিকে কীভাবে মারা হয়েছে, তারও বর্ণনা দিয়েছেন। তিনি জানিয়েছেন, বাগদাদিকে কুকুরের মতো, কাপুরুষের মতো মারা হয়েছে। রবিবার সিরিয়ার ইডলিব প্রদেশে বিশেষ অপারেশনে বাগদাদিকে হত্যা করেছে আমেরিকার বিশেষ বাহিনী।

আইএসআইএস প্রতিষ্ঠাতা বাগদাদিকে কীভাবে হত্যা, বর্ণনা দিলেন ট্রাম্প

সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেছেন, আইএস প্রধান বাগদাদিকে একটি টানেলের মধ্যে তাঁর তিন সন্তানের সঙ্গে মারা হয়েছে। পাশাপাশি তিনি এও জানিয়েছেন, ডিএনএ টেস্টে প্রমাণিত হয়েছে, মৃত ব্যক্তি বাগদাদিই।

এদিন ট্রাম্প গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করার জন্য অনেক দেশকেই অভিনন্দন জানিয়েছেন। তালিকায় রয়েছে রাশিয়া এবং তুর্কি। গোয়েন্দা তথ্যই আমেরিকাকে মিলিটারি অপারেশনে সাহায্য করেছে বলে জানিয়েছেন তিনি। এপ্রসঙ্গে তিনি বলেছেন, অভিযান চালাতে গিয়ে বিপজ্জনক এলাকার মধ্যে দিয়ে যেতে হয়েছে বিশেষ বাহিনীকে। ঢোকা কিংবা বেরনো কোনও রাস্তাই সহজ নয় বলে জানিয়েছেন তিনি।

আমেরিকার প্রেসিডেন্ট আরও বলেছেন, হোয়াইট হাউসে তাঁর ঢোকার প্রথম দিন থেকেই চেয়েছেন বাগদাদিকে ধরতে।

এদিন দিনের শুরুতেই বিস্তারিত কোনও তথ্য ছাড়াই টুইট করেন, বড় ঘটনা ঘটেছে। এর পরেই হোয়াইট হাউস থেকে জানানো হয় ট্রাম্প সকাল নটা নাগাদ বড় ঘোষণা করতে যাচ্ছেন।

শনিবার আমেরিকার স্পেশাল অপারেশন কমান্ডোরা উত্তর পশ্চিম সিরিয়ার ইডলিব প্রদেশে বাগদাদির খোঁজে অভিযান চালায়। তবে রবিবার ডিএনএ পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পরই তার ঘোষণা করা হয়। গত পাঁচ বছর ধরে বাগদাদি লুকিয়ে বেড়াচ্ছিল। ২০১৪ সালে মসুলে তাকে শেষবারের জন্য দেখা গিয়েছিল।

এর আগে আমেরিকার পক্ষ থেকে বাগদাদির কোনও খবর দিতে পারলে ২৫ মিলিয়ান ডলার পুরস্কার দেওয়ার কথা জানানো হয়েছিল।

English summary
US President Donald Trump describes how Bagdadi was killed
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X