ইতিহাসে প্রথমবার শূন্য মার্কিন ডলারের নিচে তেলের দাম এগোচ্ছে !করোনার আবহে ট্রাম্প নিলেন পদক্ষেপ
বিশ্বজুড়ে ২২ বছরে প্রথমবার ঐতিহাসিকভাবে নেমেছে তেলের দাম। করোনার আবহে প্রবলভাবে তেলের চাহিদা কমে গিয়েছে। বিভিন্ন দেশে লকডাউনের জেরে চলছে না গাড়ি। যার ফলে তেলের দামে একটি রেকর্ড পতন দেখা যায়। আর তার প্রভাব গিয়ে পড়েছে আমেরিকার তেলের বাজারে।

বিপুল তোলপাড় আমেরিকার তেলের বাজারে
মার্কিন মুলুকের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ১.১০ মার্কিন ডলারে তেলের দাম ব্যারেল প্রতি নামিয়েছে। এর জেরে মে মাসে তেলের দাম ০ ডলারের নিচে যাওয়ার দিকে এগিয়ে যাচ্ছে।

কোন কারণে আরও পরিস্থিতি খারাপ হচ্ছে?
উল্লেখ্য, তেলের দামে রাশিয়া ও সৌদি আরবের মধ্যে লড়াইয়ের জেরে পরিস্থিতি আরও বেশি খারাপ হচ্ছে মার্কিন মুলুকে।বহু 'কনট্র্যাক্ট
' ই শেষের পথে। ফলে এমন অবস্থায় একটি ডলের বোতলের থেকে তেলের ব্যারেলের দাম কমবে বলে মনে করা হচ্ছে।

'তেল কেনার সেরা সময়'
এদিকে, মার্কিন মুলুকে সৌদি আরবের তেল ঢোকা থেকে বিরত থাকার একটি বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন এটিই তেল কেনার সেরা সময়। উল্লেখ্য, সোমবার মার্কিন মুলুকে তেলের দাম মাইনাস ৩৭. ৬৩ প্রতি ব্যারেল হিসাবে ছিল। যা কার্যত বড়সড় পতন তেলের দামে।