For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'এইচওয়ান বি ভিসা' নিয়ে ট্রাম্পের নয়া ফরমান কেড়ে নিতে পারে চাকরি সংক্রান্ত কিছু 'সুবিধা'

মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয়দের চিন্তা আরও বাড়িয়ে দিল ট্রাম্প প্রশাসন।

  • |
Google Oneindia Bengali News

মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয়দের চিন্তা আরও বাড়িয়ে দিল ট্রাম্প প্রশাসন। এবার এবার এইচওয়ান বি ভিসার অধিকারী মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত ভারতীয়দের স্ত্রী বা স্বামীরা , সেখানে কাজ করার যে সুযোগ পেতেন এবার তার ওপর কড়াকড়ি করতে চলেছে ট্রাম্প প্রশাসন।

'এইচওয়ান বি ভিসা' নিয়ে ট্রাম্পের নয়া ফরমান কেড়ে নিতে পারে চাকরি সংক্রান্ত 'সুবিধা'

হোয়াইট হাউসের প্রায় নিশ্চিত সিদ্ধান্ত অনুযায়ী, স্বামী বা স্ত্রীর এইচওয়ান বি ভিসার সুবিধা নিয়ে এতদিন যেসমস্ত যোগ্য তথা প্রশিক্ষিত প্রবাসী ব্যাক্তিত্বরা মার্কিন মুলুকে কাজ করতেন বা কাজের জন্য আবেদন করেছেন ,তাঁদের আর কাজ করতে দেওয়া হবে না। মূলত , মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের বেকারত্ব বাড়তে থাকায়, তাতে লাগাম টানতেই ট্রাম্প প্রশাসনের এই চরম ফরমান আসতে চলেছে।

প্রসঙ্গত, এর আগে ওবামা প্রশাসনের আমলে মার্কিন যুক্তরাষ্ট্রে এইচওয়ান বি ভিসার আওতায় থাকা ব্যাক্তিদের স্ত্রী বা ওই ভিসাতে মার্কিন মুলুকে থাকা মহিলাদের স্বামীরা সেখানে চাকরি করতে পারতেন। সেই নিয়মকেই এবার পুর্নবিবেচনা করে , নয়া নিয়ম লাগু করতে চলেছে ট্রাম্প প্রশাসন।

English summary
The Trump administration is considering revoking an Obama-era rule that extends work authorisation to the spouses of H-1B visa holders, a move that could affect thousands of Indian workers and their families.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X