For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভ্যাকসিনের দু’‌টি ডোজ নেওয়া থাকলে পরতে হবে না মাস্ক, বড় ঘোষণা আমেরিকার

করোনা ভ্যাকসিনের দু’‌টি ডোজ নেওয়া থাকলে পরতে হবে না মাস্ক

Google Oneindia Bengali News

একদিকে যখন করোনার দ্বিতীয় ওয়েভে বিধ্বস্ত ভারত ঠিক সেই সময় কোভিড–১৯–কে পরাস্ত করে ধীরে ধীরে চেনা ছন্দে ফিরতে চাইছে আমেরিকা। বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ স্বাস্থ্য এজেন্সি মাস্ক পরার গাইডলাইনে বড়সড় পরিবর্তন এনে জানিয়েছে যাঁদের কোভিড ভ্যাকসিনের দু’‌টি ডোজই নেওয়া রয়েছে তাঁদের মাস্ক পরার প্রয়োজন নেই। দীর্ঘ মহামারি লড়াইয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন একে দারুণ দিন বলে অ্যাখা দেন।

মাস্ক পরতে হবে না

মাস্ক পরতে হবে না

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন ৯সিডিসি)‌ এই ঘোষণা করে, যারা গত এক বছরেরও বেশি সময় ধরে মানুষকে তাঁদের মুখ ঢেকে রাখার আর্জি জানিয়ে এসেছেন সংক্রমণের হাত থেকে বাঁচতে। সিডিসির ডিরেক্টর রোচেল ওয়ালেনস্কাই এই বিবৃতির সময় বলেছেন, '‌যে সব নাগরিকদের সম্পূর্ণ টিকাকরণ হয়ে গিয়েছে তাঁরা ঘরে-বাইরে, ছোট-বড় যে ক্রিয়াকলাপে যোগ দিতে পারেন, তার জন্য মাস্ক পরা অথবা সামাজিক দুরত্ব বজায় রাখা বাঞ্ছনীয় নয়।'‌ তিনি এও বলেন, '‌যদি আপনি কোভিড-১৯-এর দু'‌টি টিকাই নিয়ে থাকেন তবে মহামারির কারণে যে জিনিসগুলি করতে পারেননি সেগুলি এখন করতে পারেন।'‌

 দারুণ খুশি মার্কিন প্রেসিডেন্ট

দারুণ খুশি মার্কিন প্রেসিডেন্ট

হোয়াইট হাউস থেকে খুবই আবেগঘন এক বক্তৃতায় বিডেন এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে দারুণ জয় বলে উল্লেখ করেছেন, এই ভাইরাস আমেরিকায় ৫৮০,০০০ জনের বেশিজনকে মৃত্যুর মুখে নিয়ে গিয়েছে। বিডেন বলেন, '‌আমার মনে হয় এটা দারুণ মাইল ফলক অতিক্রম করলাম, অসাধারণ দিন।'

 মিশ্র প্রতিক্রিয়া

মিশ্র প্রতিক্রিয়া

আমেরিকায় এই পদক্ষেপ কিছুজন আনন্দের সঙ্গে গ্রহণ করলেও অনেকেই এই পদক্ষেপকে ভালো বলে মনে করছেন না এবং তাঁরা সতর্কতা হিসাবে মাস্ক পরেই বাইরে বেরোচ্ছেন। রাজধানী ওয়াশিংটনে ঘুরতে আসা এক পর্যটক ৫৭ বছরের মুবারক দাহির বলেন, '‌আমি এখনও ঘরের ভেতরও মাস্ক পরে থাকি। আমার মনে হয় এই সিদ্ধান্ত অপরিপক্ক, মহামারি পেরিয়ে এসেছি এটা এখনই বিশ্বাস করা একটু বিপদজ্জনক।'‌ অন্যদিকে লাফায়েত স্কোয়ারের ৬৭ বছরের ডেসমন্ড অত্যন্ত খুশির সঙ্গে বলেন, '‌এঠা খুবই দারুণ খবর.‌.‌.‌আমরা এই ১৪ মাসে অনেকটা পথ অতিক্রম করেছি।'‌

 ভ্যাকসিন কার্যকর

ভ্যাকসিন কার্যকর

বিভিন্ন তথ্য একত্রিত করে দেখা গিয়েছে অনুমোদিত ভ্যাকসিন শুধু কোভিড-১৯ উপসর্গ প্রতিরোধ করতেই চূড়ান্ত কার্যকর নয়, তা কার্যকর উপসর্গহীন ও পরবর্তী সংক্রমণের ক্ষেত্রেও। প্রায় ৬০ শতাংশ মার্কিন প্রাপ্তবয়স্ক এক বা একের অধিক ডোজ নিয়ে ফেলেছেন, দেশে করোনা সংক্রমণ খুব দ্রুত হ্রাস পাচ্ছে এই দেশে। বৃহস্পতিবার ফাইজার ভ্যাকসিনকে অনুমোদন দেওয়া হয় ১২-১৫ বছর বয়সীদের মধ্যে টিকাকরণ শুরু করার জন্য।

অবশেষে কিষাণনিধি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেলেন বাংলার কৃষকরা, প্রতিশ্রুতি রাখলেন মোদীঅবশেষে কিষাণনিধি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেলেন বাংলার কৃষকরা, প্রতিশ্রুতি রাখলেন মোদী

মাস্ক পরতে হবে এইসব জায়গায়

মাস্ক পরতে হবে এইসব জায়গায়

তবে সিডিসির ওয়েবসাইট অনুযায়ী, মাস্ক পরা বাধ্যতামূলক বিমানে, বাসে, ট্রেনে এবং অন্যান্য গণ পরিবহনে সফর করার সময় এবং আমেরিকার বাইরে ও বিমানবন্দর ও স্টেশনেও মাস্ক পরতে হবে। তবে সম্পূর্ণ টিকাকরণ নেওয়া রয়েছে এমন আন্তর্জাতিক যাত্রীরা আমেরিকায় আসলে তাঁদের বিমানে ওঠার তিনদিনের মধ্যে করোনা টেস্ট করাতে হবে অথবা গত তিনমাসে কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে ওঠার প্রমাণ দেখাতে হবে। যদিও সিডিও জানিয়েছে দেশের পরিস্থিতি অনুযায়ী মাস্ক পরার গাইডলাইনে সংশোধন হতে পারে।

English summary
us lifts mask guidance for vaccinated people
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X