For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৯/১১-র পর যুদ্ধ করতে কত ট্রিলিয়ন ডলার খরচ করেছে আামেরিকা, জানলে ভিমরি খাবেন

আফগানিস্তান, ইরাক এবং সিরিয়ার যুদ্ধে এখনও পর্যন্ত আমেরিকার খরচ হয়েছে ১.৫ ট্রিলিয়ন ডলার। ২০১১-র ১১ সেপ্টেম্বর আমেরিকায় হামলার পর থেকে দেশের নাগরিকদের করের টাকা খরচ করেছে আমেরিকা।

  • |
Google Oneindia Bengali News

আফগানিস্তান, ইরাক এবং সিরিয়ার যুদ্ধে এখনও পর্যন্ত আমেরিকার খরচ হয়েছে ১.৫ ট্রিলিয়ন ডলার। ২০১১-র ১১ সেপ্টেম্বর আমেরিকায় হামলার পর থেকে দেশের নাগরিকদের করের টাকা খরচ করেছে আমেরিকা। ডিফেন্স ডিপার্টমেন্ট সূত্রে এমনটাই খবর। ভারতীয় মুদ্রায় এর পরিমাণ ১০৮৭৫৭৫০, ০০০০০০০ টাকা।

আফগানিস্তানের যুদ্ধের ভারে বিধ্বস্ত আমেরিকা! তালিবানদের সঙ্গে শান্তি আলোচনার প্রস্তুতি

বর্তমানে আমেরিকার সেনাবাহিনীর তরফে আফগানিস্তানে অপারেশন ফ্রিডম সেন্টিনেল চালানো হচ্ছে। সিরিয়া ও ইরাকে অপারেশন ইনহেরেন্ট শেষ করা হয়েছে। অন্যদিকে, নিজেদের দেশ এবং কানাডার জন্য অপারেশন নোবেল ইগল-এর কাজ চলছে। যার জন্য খরচ হয়েছে ১৮৫.৫ বিলিয়ন ডলার। এর মধ্যে ফ্রিডম সেন্টিনেলের জন্য খরচ হয়েছে ১৩৪.৩ বিলিয়ন ডলার। এরপরেই নোবেল ইগলের জন্য খরচ। যার জন্য খরচ করা হয়েছে ২৭.৭ বিলিয়ন ডলার। ইনহেরেন্ট রিজলভের জন্য খরচ করা হয়েছে ২৩.৫ বিলিয়ন ডলার। ট্রেনিং, যন্ত্রপাতি, রক্ষণাবেক্ষণ, খাবার, বস্ত্র, মেডিক্যাল সার্ভিস এবং সেনাবাহিনীর বেতন বাবদ এই টাকা খরচ করা হয়েছে বলে জানানো হয়েছে রিপোর্টে।

আমেরিকার ডিফেন্স সেক্রেটারি জেমস ম্যাটিস বলেছেন, তিনি আশাবাদী তালিবানদের সঙ্গে শান্তি আলোচনা সফল হবে এবং আমেরিকার এই দীর্ঘ মেয়াদি যুদ্ধের অবসান হবে। হিসেব মতো আমেরিকা আফগানিস্তানে গত ১৭ বছর ধরে যুদ্ধ চালাচ্ছে।

গ্রীষ্মে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের এক শীর্ষ আধিকারিক তালিবান প্রতিনিধির সঙ্গে কাতারে বৈঠক করেন। সেখানে এই শান্তি আলোচনার ভিত তৈরি হয়। এই মুহুর্তে আফগানিস্তানে প্রায় ১৪ হাজার আমেরিকার সৈন্য রয়েছে।

English summary
US has spent $1.5 trillion on war since Sept 11 attack in 2001
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X