For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিন পিপিই সঞ্চয় করে রেখে তা বেশি দামে বিক্রি করছে! ফের বিস্ফোরক ট্রাম্প প্রশাসন

  • |
Google Oneindia Bengali News

করোনা ইস্যুতে চিনকে কার্যত একহাত নিয়ে নিয়েছে ট্রাম্প প্রশাসন। একাধিকভাবে চিনের বিরুদ্ধে করোনার প্রাদুর্ভাব নিয়ে তোপ দেগে চলেছে ট্রাম্প প্রশাসন। এবার চিন পিপিই সঞ্চয় করে রাখছে বলে দাবি করেছে আমেরিকা। আর তার প্রমাণ তাঁদের কাছে রয়েছে বেলও দাবি মার্কিন মুলুকের।

 পিপিই না থাকার কারণ চিন!

পিপিই না থাকার কারণ চিন!

পিপিইর অভাব করোনার আবহে প্রভূতভাবে দেখা দিচ্ছে। বিশ্বের একাধিক দেশ পিপিই-র অভাব ভুগছে। আমেরিকার দাবি, ব্রাজিল ও ভারতের মতো দেশগুলি পিপিই না পাওয়ার নেপথ্যে রয়েছে চিনের মজুত করে রাখার কু-অভ্যাস!

আমেরিকার দাবি

আমেরিকার দাবি

আমেরিকা দাবি করেছে চিন বিভিন্ন দেশ থেকে পাওয়া পিপিই জমিয়ে রেখেছে। জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসে ১৮ গুণ বেশি মাস্ক তারা দেশে এনেছে। আর সেগুলি মজুত করে রেখে , এখন তা বেশি দামে বিশ্বে বিক্রি করছে চিন।

হোয়াইট হাউসের দাবি

হোয়াইট হাউসের দাবি

হোয়াইট হাউসের দাবি, চিন যে এমন কাণ্ড ঘটাচ্ছে তার যথেষ্ট প্রমাণ তাঁদের কাছে রয়েছে। চিন ২ বিলিয়ন মাস্ক কিনেছে। আবগারী সূত্রে মার্কিন মুলুকের গোয়েন্দাদের কাছে এই খবরের নিশ্চিত তথ্য রয়েছে বলে খবর।

মার্কিন যুক্তরাষ্ট্রের কোন দাবি

মার্কিন যুক্তরাষ্ট্রের কোন দাবি

মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে, বছরের প্রথম দিকে, চিন এই সমস্ত কোভিড প্রতিরোধকারী জিনিসপত্র কিনেছিল। তারপর তা মজুত করতে শুরু করে। কোভিজ প্রতিরোধী চশমা ও গ্লাভসে চিন খরচের পরিমাণ বাড়িয়ে দিয়েছে বলে খবর রয়েছে মার্কিন মুলুকের কাছে।

ইতালির পিপিই ঘিরে অভিযোগ

ইতালির পিপিই ঘিরে অভিযোগ

এর আগে অভিযোগ ওঠে ইতালির পাঠানোর কোভিড ১৯ মোকাবিলাকারী পিপিই ফের একবার ইতালিকেই বেশি দামে বিক্রি করতে শুরু করেছে চিন। এমন পরিস্থিতির পর, ফের একবার চিনের বিরুদ্ধে সরব হয়েছে আমেরিকা

English summary
US Has says they have Proof That China Hoarded PPE, is Selling it at High price
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X