For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এক বছরে তৃতীয়বার বন্ধের মুখে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প সরকার

মার্কিন-মেক্সিকো সীমান্তে দেওয়াল তুলতে আরও টাকা প্রয়োজন। সেই টাকা পাচ্ছেন না রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। বাধা এসেছে বিস্তর। আর সেই ঘটনায় অচলাবস্থার মুখে পড়ে কাজকর্ম বন্ধ হচ্ছে ট্রাম্প প্রশাসনের।

  • |
Google Oneindia Bengali News

মার্কিন-মেক্সিকো সীমান্তে দেওয়াল তুলতে আরও টাকা প্রয়োজন। সেই টাকা পাচ্ছেন না রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। বাধা এসেছে বিস্তর। আর সেই ঘটনায় অচলাবস্থার মুখে পড়ে কাজকর্ম বন্ধ হচ্ছে ট্রাম্প প্রশাসনের। এই নিয়ে একবছরে তৃতীয়বার বন্ধ হওয়ার মুখে ট্রাম্প প্রশাসন।

এক বছরে তৃতীয়বার বন্ধের মুখে ট্রাম্প সরকার

মেক্সিকো সীমান্ত দিয়ে দেওয়াল তৈরিতে অর্থ বরাদ্দ নিয়ে সংসদে বাজেট পাস করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র সরকার। ফলে আংশিক অচলাবস্থা তৈরি হয়েছে। এদিন শনিবার থেকেই আংশিকভাবে সরকার অচল হয়ে পড়েছে।

নতুন বছরের ৮ ফেব্রুয়ারি পর্যন্ত মার্কিন প্রশাসনের সমস্ত দফতরের জন্য বাজেট বরাদ্দের একটি বিল মার্কিন কংগ্রেসের হাউস অব রিপ্রেসেন্টেটিভে অনুমোদিত হয়। তবে মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণের জন্য অর্থ বরাদ্দের কথা সেখানে না থাকায় বিলে সই করেননি রাষ্ট্রপতি ট্রাম্প।

তিনি আরও অর্থ মেক্সিকো সীমান্তের জন্য বরাদ্দ করার দাবি জানান। এই নিয়ে সমঝোতার চেষ্টা করেও সাফল্য আসেনি। যার ফলে পরিবহণ, কৃষি, আইন, স্বরাষ্ট্র মন্ত্রকের কাজ বন্ধ হয় গিয়েছে। বাকী দফতরগুলির কাজও প্রায় শিকেয় উঠেছে।

এই ঘটনা এই নিয়ে এক বছরে তৃতীয়বার ঘটল। যার ফলে বহু ফেডারেল কর্মীর বেতন আটকে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জনগণের করের টাকায় দেওয়াল করতে দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন ডেমোক্র্যাটরা। আর ট্রাম্পও জানিয়ে দিয়েছেন, টাকা না পেলে সরকারের কাজ শিকেয় উঠবে। এখন দেখার কবে এই অচলাবস্থা কাটে।

English summary
US govt shutdown begins after lawmakers, Trump fail to reach consensus on Mexico border wall
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X