For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিনে চেংডুতে মার্কিন কনস্যুলেটের পতাকায় বড় পরিবর্তন ঘিরে আলোড়ন! কোন অশনি সংকেত দেখা দিচ্ছে

চিনে চেংগ্রুতে মার্কিন কনস্যুলেটের পাতাকায় বড় পরিবর্তন ঘিরে আলোড়ন! কোন অশনি সংকেত দেখা দিচ্ছে

  • |
Google Oneindia Bengali News

ইটের জবাব পাটকেলে দিতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও চিন ঠান্ডা যুদ্ধের পরিস্থিতিতে এবার তাতিয়ে তুলতে শুরু করেছে। কয়েকদিন আগে, আমেরিকার হিউস্টনে চিনা কনস্যুলেট বন্ধ করে দেয় আমেরিকা। এরপর চিনের চেংডুতে একইভাবে মার্কিন কনস্যুলেট বন্ধ করা হয়েছে। এমন পরিস্থিতিতে চিনে মার্কিন দূতাবাস বন্ধ হওয়ার দিন দেখা গেল তাৎপর্যপূর্ণ বেশ কিছু ঘটনা।

পতাকা অবনমিত

পতাকা অবনমিত

সিনচুয়ান প্রভিন্সের চেংডুতে চিনের তরফে মার্কিন কনস্যুলেট বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। এরপরই এদিন স্থানীয় সময় ভোর ৬:১৮ মিনিট নাগাদ সেই পাতাকা অবনমিত করা হয়। গোটা পরিস্থিতি যাতে ক্যামেরারর নজরে না আসে, তাই এলাকা পুলিশ দিয়ে ঘিরে রাখে জিনপিং সরকার।

 এলাকা ব্লক!

এলাকা ব্লক!

কীভাবে কনস্যুলেটটি খালি করা হচ্ছে,তা বিশ্বের সামনে যেন না আসে, তার জন্য কনস্যুলেটের সামেন চিনের বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। রাস্তা চলতি মানুষ তাকিয়ে দখলেও তাঁদের সরিয়ে দেওয়া হচ্ছিল এলাকা থেকে।

 কী ঘটছে কনস্যুলেটে?

কী ঘটছে কনস্যুলেটে?

প্রত্যক্ষদর্শীদের মতে , কনস্যুলেটের সামনে বিশাল একটি ট্রাক আসে। তারপর খানিক বাদে রাতের অন্ধকারে একটি ক্রেনও দেখাযায়। এদিকে, কনস্যুলেটে কী ঘটছে ,তা যাতে সাধারণের চোখে না পড়ে, তাই ধাতব পাত দিয়ে গোটা কনস্যুলেট ঘিরে দেয় পুলিশ।

 রহস্য়জনক বাস!

রহস্য়জনক বাস!

কী ঘটে যাচ্ছে কনস্যুলেটের ভিতর তা দেখতে রাস্তায় ভিড় জমে। এক ছোট শিশু হাতে চিনের পতাকা নিয়ে দাঁড়াতেই তাকে সাদা পোশাকের পুলিশ সরিয়ে দেয়। এরপরই প্রত্যক্ষ্যদর্শীদের বয়ান অনুযায়ী একটি বড় বাস কনস্য়ুলেটের ভিতর ঢোকে। এরপর এক কনস্যুলেট কর্মী সাদা পোশাকের পুলিশের সঙ্গে কথা বলেন। তারপর তিনি কনস্যুলেটের ভিতরে চলে যান বলে খবর। এরপর বাসটি বেড়িয়ে যায়। কেন এই বাস ওখানে গেল, বা কার তরফে এই বাসের আয়োজন, তা ঘিরে একাধিক সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে। কনস্যুলেটের ভিতর চিন প্রশাসন কী করছে, তা নিয়েও প্রশ্ন রয়ে যাচ্ছে।

বিশ্বের সব দেশের মধ্যে ভারতেই এখন করোনা সংক্রমণ সবচেয়ে দ্রুত গতিতে ছড়াচ্ছেবিশ্বের সব দেশের মধ্যে ভারতেই এখন করোনা সংক্রমণ সবচেয়ে দ্রুত গতিতে ছড়াচ্ছে

English summary
US Flag Lowered in country's Chengdu consulate at China
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X