For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ট্রাম্প-বাইডেনের লড়াইয়ে কালো মেঘ, মার্কিন নির্বাচনের কলকাঠি নাড়ছে চিন-রাশিয়া!

Google Oneindia Bengali News

মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জিতুক তা চায় না চিন। এই অবস্থায় ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের বিরুদ্ধে কল কব্জা নাড়ছে রাশিয়া। এবিষয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার ইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি সেন্টারের পরিচালক উইলিয়াম এভনিনা মুখ খোলেন। শুক্রবার মার্কিন কাউন্টার ইন্টেলিজেন্সের পক্ষ থেকে একটি বিবৃতিতে এবিষয়ে সতর্ক করা হয়।

২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছিল

২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছিল

এবিষয়ে উইলিয়াম এভানিনা বলেন, দুই দেশই অনলাইনে গুজব ছড়িয়ে ও অন্যান্য উপায়ে গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটারদের প্রভাবিত, বিশৃঙ্খলা তৈরি ও মার্কিন ভোটারদের আস্থান পরিবর্তনের চেষ্টা করছে। বিবৃতিতে মার্কিন কাউন্টার ইন্টেলিজেন্স ও নিরাপত্তা সংস্থার প্রধান উইলিয়াম এভানিনা বলেন, ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছিল। এবারেও এই দেশ তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচনে জয়ী করার চেষ্টা চালাচ্ছে।

চিন চায় না ডোনাল্ড ট্রাম্প জিতুক

চিন চায় না ডোনাল্ড ট্রাম্প জিতুক

এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থার এমন সতর্কতা গভীরভাবে পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। কারণ রাশিয়ার পাশাপাশি চিনের বিষয়েও সতর্কতা জারি করা হয়েছে। চিন চায় না ডোনাল্ড ট্রাম্প জিতুক। তাই মার্কিন নির্বাচনে প্রকাশ্যে এবং গোপনে প্রভাব খাটানোর চেষ্টা করছে দেশগুলো।

মার্কিন ভোটারদের প্রভাবিত করার চেষ্টা

মার্কিন ভোটারদের প্রভাবিত করার চেষ্টা

তিনি জানান, তার সংস্থার পর্যালোচনায় উঠে এসেছে যে, চিন চায় না ডোনাল্ড ট্রাম্প পুনরায় নির্বাচিত হোন। কারণ বেজিং তাঁকে অনেক বেশি অনির্ভরযোগ্য বলে মনে করে। এদিকে ইরানও কলকাঠি নড়ানোর চেষ্টা চালাচ্ছে বলে জানান এভানিনা। ইরানের চেষ্টার বিষয়ে এভানিনা বলেন, গুজব ছড়ানোর মতো অনলাইন কৌশল ব্যবহার করে দেশটি মার্কিন প্রতিষ্ঠান ও ট্রাম্পের ভাবমূর্তি নষ্ট করে ও ভোটারদের অসন্তুষ্টি বাড়াতে চাইছে।

বাইডেনের বিরুদ্ধে ময়দানে রাশিয়া

বাইডেনের বিরুদ্ধে ময়দানে রাশিয়া

এদিকে এভানিনা সতর্ক করে বলেছেন, রাশিয়া এরই মধ্যে প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে হারাতে উঠে পড়ে লেগেছে। তিনি জানান, রাশিয়াপন্থী ইউক্রেনের একজন রাজনৈতিক আন্দ্রেই ডারকাখের ফাঁস হওয়া ফোনালাপের থেকে জানা যায় কীভাবে বাইডেন ও ডেমোক্র্যাটিক পার্টিকে অপদস্ত করতে দুর্নীতির অভিযোগ ছড়ানো হচ্ছে।

<strong>ঋণের টোপ দিয়ে দেশ কিনছে চিন! সারা বিশ্বে এভাবেই ছড়িয়ে বেজিংয়ের ৬৮টি কাঠপুতুল</strong>ঋণের টোপ দিয়ে দেশ কিনছে চিন! সারা বিশ্বে এভাবেই ছড়িয়ে বেজিংয়ের ৬৮টি কাঠপুতুল

English summary
US Elections, Russia sabotaging Joe Biden's candidacy whereas Iran and China working against Trump
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X