জেতা প্রদেশগুলিতে ব্যালট নিয়ে গুচ্ছ অভিযোগ ট্রাম্পের, ওড়াল টুইটার
বেশ কিছু প্রদেশে তিনি এগিয়ে রয়েছেন, বেশ কিছু প্রদেশে তিনি তাঁর মতে অপ্রত্যাশিতভাবে পিছিয়ে। আর এর পিছনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে আক্রমণ করে ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ, যে প্রদেশগুলিতে তিনি এগিয়ে রয়েছেন সেখানে ভোটের পরও নানাভাবে কারচুপি করে তাঁকে হারানোর চেষ্টা চলছে। ভোটের পরও সেভাবে ব্যালট পৌঁছে যাচ্ছে।

যে অভিযোগকে একেবারে বিভ্রান্তিমূলক বলে উড়িয়ে দিয়েছে টুইটার। টুইটের রিচ কমিয়ে দেওয়া হয়েছে। এবং ওয়ার্নিং সাইন লাগিয়ে দেওয়া হয়েছে। কারণ নিজের অভিযোগের প্রেক্ষিতে ট্রাম্প কোনও প্রমাণও পেশ করতে পারেননি।
টুইটারের মুখপাত্র জানিয়েছেন, সিভিক ইন্টেগ্রিটি পলিসি অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং টুইটের এনগেজমেন্টও কমিয়ে দেওয়া হয়েছে।
এটাই প্রথম নয়, এই নির্বাচনের মধ্যে এর আগেও ট্রাম্পের অন্য টুইটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই টুইটে ট্রাম্প লিখেছিলেন, ডেমোক্র্যাটকা ভোট চুরি করতে চাইছে। এখন দেখার শেষ অবধি দুই হেভিওয়েটের মধ্যে কে শেষ হাসি হাসেন।
