For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

LIVE ট্রাম্পকে হারিয়ে আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচিত হলে বাইডেন

Google Oneindia Bengali News

মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প নাকি জো বাইডেন- কে জয়ী হবেন, সেদিকেই এখন তাকিয়ে গোটা বিশ্ব। ট্রাম্প নতুন করে দ্বিতীয়বার দায়িত্ব পেতে পারেন। অথবা বাইডেন প্রথমবার মসনদে বসতে পারেন। সেদেশের নির্বাচন অন্য দেশের তুলনায় খানিক আলাদা। ভোটগ্রহণের আগেই কোটি কোটি ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করে ফেলেছেন। ভোট সম্পন্ন হওয়ার পরই শুরু হবে ফলাফল জানার পালা। শেষ অবধি কে শেষ হাসি হাসবেন তার সমস্ত আপডেট দেখুন একনজরে।

LIVE মার্কিন নির্বাচন ২০২০: ট্রাম্প না বাইডেন, কে জিতবেন

Newest First Oldest First
11:37 PM, 8 Nov

ক্যাবিনেটের কথা না ঘোষণা করলেন, করোনা নিয়ন্ত্রণে পরিকল্পনার কথা জানালেন বাইডেন
11:35 PM, 8 Nov

এখন সরকারি ভাবে ফল ঘোষণা হয়নি।
2:20 PM, 8 Nov

হার নিশ্চিত হওয়ার পরেও কার্যত হোয়াইট হাউসের মায়া ত্যাগ করতে পারছেন না আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট তথা রিপাবলিকান শিবিরেরে রাষ্ট্রপতি পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এবার তাকে বোঝাতে মাঠে নামলেন তাঁর জামাই তথা রিপাবলিকান শিবিরের বরিষ্ঠ পরামর্শদাতা জারেড কুশনার।
1:58 PM, 8 Nov

আমেরিকার ভাইস প্রেসিডেন্ট পদে ভারতীয় বংশোদ্ভুত কমলা হ্যারিস। মাঝরাত থেকেই উল্লাস শুরু হয়ে গিয়েছে তামিলনাড়ুর থুলাসেন্দ্রাপুরম গ্রামে। এই গ্রামেরই মেয়ে কমলার মা শ্যামলা গোপালন। তামিলনাড়ুর থিরুভারু জেলা তাই আজ থেকেই দীপাবলি উৎসব শুরু হয়ে গিয়েছে।
1:11 PM, 8 Nov

ডেমোক্র্যাটি শিবিরের জয় প্রসঙ্গে টুইবার্তায় মিশেল লেখেন, “ আমি রীতিমতো শিহরিত। প্রেসিডেন্ট পদে আমার বন্ধু বাইডেন এবং প্রথম কৃষ্ণাঙ্গ তথা ইন্দো-আমেরিকান মহিলা পদপ্রার্থী হিসাবে কমলা হ্যারিস জেতায় আমি খুব খুশি। আগামীতে তাদের কাজের মাধ্যেই ফের হোয়াইট হাউস তার পুরনো মর্যাদা, যোগ্যতা ফিরে পাবে বলে আমি আশাবাদী। সমগ্র দেশের জন্যই এই জয় খুবই প্রয়োজনীয় ছিল।”
11:45 AM, 8 Nov

ওয়াশিংটনে ভাইস প্রেসিডেন্ট পদে শপথ নেবেন তাঁর ভাগ্নি। সেই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হতে ওয়াশিংটনে থাকবেন তিনি। এমনই জানিয়েছেন কমলা হ্যারিসের মামা। শুধু তিনি নন তাঁর পরিবারের সকলেই সেখানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন বালচন্দ্রন।
10:20 AM, 8 Nov

কমলা হ্যারিসের সাফল্যে উচ্ছ্বসিত তার মামা
8:32 AM, 8 Nov

ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে মাকে স্মরণ করলেন কমলা হ্যারিস
7:33 AM, 8 Nov

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে আমেরিকার সম্মান পুনরায় অর্জনের অঙ্গিকার জো বাইডেনের
10:51 PM, 7 Nov

অযথাই সংবাদমাধ্যমের পূর্বাভাসের উপর ভরসা করে লাফালাফি করছেন বাইডেন। পেনসিলভেনিয়ায় হেরে বাইডেনকে কটাক্ষ ট্রাম্পের।
10:50 PM, 7 Nov

আমি সবার প্রেসিডেন্ট হব। প্রেসিডেন্ট ইলেক্ট নির্বাচিত হয়েই বার্তা জো বাইডেনের।
10:19 PM, 7 Nov

২৭০-এর গণ্ডি পার করলেন জো বাইডেন। পেনসিলভেনিয়া জিতে আপাতত ২৭৩ ইলেকটোরাল ভোট রয়েছে তাঁর ঝুলিতে। অপর দিকে ডোনাল্ড ট্রাম্প আটকে রয়েছেন ২১৪-তেই।
1:06 PM, 7 Nov

বাইডেন আরও বলেন, 'করোনার জেরে যাঁদের প্রাণ হারিয়েছে, তাঁদের আমরা ফিরিয়ে আনতে পারব না। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্য সব নাগরিককে সুরক্ষিত রাখতে আমরা বদ্ধপরিকর। করোনা ভাইরাসের সংক্রমণের জেকে আমরা যাতে আগামীতে আরও প্রাণ না হারাই, তা সুনিশ্চিত করব।'
1:05 PM, 7 Nov

বাইডেন এদিন বলেন, 'আমি সবাইকে জানাতে চাই যে, দেশের প্রেসিডেন্ট হিসাবে নিজের প্রথম কার্যদিবসেই আমি করোনা রোখার বিষয়ে রূপরেখা বাস্তবায়িত করা পথে হাঁটব।'
1:05 PM, 7 Nov

তাছাড়া দেশের বেহাল অর্থনৈতিক পরিস্থিতি এবং করোনা পরিস্থিতি সামাল দেওয়ার লক্ষ্যে বাইডেন-কমলা জুটি ইতিমধ্যেই বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন বলে জনান ডেমোক্র্যাট প্রার্থী।
1:05 PM, 7 Nov

এদিন বাইডেন বলেন, 'আমাদের উচিত সব রাগকে পিছনে ফেলে সামনের দিকে তাকিয়ে এগিয়ে যাওয়া। এটাই সময়, দেশ হিসাবে একত্র হয়ে সেরে ওঠার। রাষ্ট্রপতি হিসাবে আমার দায়িত্ব হবে পুরো দেশের প্রতিনিধিত্ব করা।'
1:04 PM, 7 Nov

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে হোয়াইট হাউজ থেকে উৎখাত করার হুঁশিয়ারি টিম বাইডেনের।
11:29 AM, 7 Nov

অ্যারিজোনায় ৪৯.৬ শতাংশ ভোট নিয়ে এগিয়ে জো বাইডেন।
11:28 AM, 7 Nov

তিনশোর বেশি ইলেক্টোরাল ভোট নিয়ে আমরা জিতছি, ঘোষণা জো বাইডেনের।
2:35 AM, 7 Nov

একজন রিপাবলিকান আইনজীবী দাবি করেছেন, ট্রাম্প ভোট চুরির যে দাবি করেছেন তা ভিত্তিহীন।
1:07 AM, 7 Nov

বাইডেনের ডেলাওয়্যারের উইলমিংটনের বাসভবনের ওপর নো ফ্লাই জোন তৈরি হল। যা জারি থাকবে আগামী বুধবার পর্যন্ত। এক মাইল বর্গ এলাকা জুড়ে এই নো ফ্লাই জোন তৈরি করা হয়েছে।
1:07 AM, 7 Nov

জর্জিয়ায় ফের পুনর্গণনা হবে বলে জানা গিয়েছে।
1:07 AM, 7 Nov

পেনসিলভেনিয়ায় এগিয়ে গেলেন জো বাইডেন।
11:01 PM, 6 Nov

টিম ট্রাম্পের টুইট বার্তায় অভিযোগ করা হয়েছে, নির্বাচন এখনও শেষ হয়নি। জো বাইডেনের জয়ের ভুল পূর্বাভাস শেষ পর্যন্ত ফলাফলে প্রতিফলিত হবে না। আমরা আত্মবিশ্বাসী যে সব ব্যালট খুঁজে বের করে আইনত বৈধ সব ভোটের গণনা হবে। জর্জিয়া ফের ভোটের ঘণনার সিদ্ধান্ত নিয়েছে। পেনসিলভেনিয়াতেও নির্বাচন প্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগ রয়েছে। অ্যারিজোনাতে আমরা জিতব। নেভাদাতেও আমরাই জিতব।
11:01 PM, 6 Nov

এবার ট্রাম্পের প্রচারের দায়িত্বে থাকা দলের তরফে হুঁশিয়ারি দেওয়া হয় যে, নির্বাচন এখনও শেষ হয়নি।
9:14 PM, 6 Nov

মার্কিন নির্বাচন এখনও শেষ হয়নি, ভোট গণনার মাঝেই ট্রাম্পের প্রচার দলের থেকে হঠাৎ বার্তা।
9:12 PM, 6 Nov

জর্জিয়াতে ফের ভোট গণনা করা হবে বলে জানিয়ে দেন সেই স্টেটের প্রশাসন।
8:08 PM, 6 Nov

জো বাইডেনের নির্বাচনী প্রচারের হেডকোয়ার্টারে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। আর কয়েক ঘণ্টার মধ্যেই বাইডেন জনসমক্ষে বক্তব্য রাখতে পারেন।
8:07 PM, 6 Nov

জর্জিয়াতে বাইডেন এগিয়ে ১০০০ ভোটে, পেনসিলভেনিয়াতে ট্রাম্পের থেকে ৫০০০ ভোটে এগিয়ে গিয়েছেন বাইডেন।
7:23 PM, 6 Nov

পেনসিলভেনিয়াতেও ট্রাম্পকে পিছনে ফেলে এগিয়ে গেলেন জো বাইডেন।
READ MORE

English summary
US Elections 2020: Donald Trump or Joe Biden Fate to be Decided, Know Updates in Bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X