For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শত চেষ্টাতেও স্বপ্ন ভঙ্গ ট্রাম্পের, হোয়াইট হাউজের দোড়গোড়ায় পৌঁছে গেলেন বাইডেন

Google Oneindia Bengali News

ম্যাজিক ফিগারের একদম কাছে পৌঁছে গেলেন জো বাইডেন। কয়েক ঘণ্টার ব্যবধানে বেশ কয়েকটি বড় বড় রাজ্য দখলে নিয়ে ২৬৪-তে পৌঁছে গেলেন জো বাইডেন। এর ফলে ২৭০-এর ম্যাজিক ফিগার থেকে মাত্র ৬টি ইলেকটোরাল ভোট দূরে রয়েছেন বাইডেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও ২১৪ ইলেকটোরাল আসনেই দাঁড়িয়ে।

পাঁচটি সুইং স্টেটে ভোট গণনা শেষ হয়নি এখনও

পাঁচটি সুইং স্টেটে ভোট গণনা শেষ হয়নি এখনও

তবে ম্যাজিক ফিগারের এত কাছে গিয়েও শেষ রক্ষা না হতে পারে বাইডেনের জন্য। কারণ এখনও পাঁচটি সুইং স্টেটে ভোট গণনা শেষ হওয়া বাকি। নেভাডা, পেনসিলভেনিয়া ছাড়াও অ্যালাস্কা, নর্থ ক্যারোলাইনা এবং জর্জিয়ায় ফলাফল প্রকাশ করা বাকি রয়েছে। এই রাজ্যগুলির মধ্যে একমাত্র নেভাদা ছাড়া সবকটিতে এগিয়ে ডোনাল্ড ট্রাম্প। এই পরিস্থিতিতে ট্রাম্প যদি নেভাদা দখল করতে সক্ষম হয়, তাহলে তিনিও নির্বাচন জিতে যেতে পারেন।

ট্রাম্প আটকে ২১৪ ইলেকটোরাল ভোটে

ট্রাম্প আটকে ২১৪ ইলেকটোরাল ভোটে

২১৪ ইলেকটোরাল ভোট পাওয়ার পথে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ২৩টি রাজ্যে নিজের জয় প্রায় সুনিশ্চিত করতে সক্ষম হয়েছেন। এর মধ্যে ফ্লোরিডা, টেক্সাস, ওহায়ওর মতো বড় বড় রাজ্য রয়েছে। তাছাড়া নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা, নেব্রাস্কা, কানসাস, ওকলাহামা, আকরানসাস, মিসিসিপ্পি, টেনেসি, মিসৌরি, লুজিয়ানা, অ্যালাবামা, ইন্ডিয়ানা, ওয়ায়োমিং রাজ্যগুলিতে ট্রাম্পের জয় প্রায় নিশ্চিত।

বাইডেনের ঝুলিতে গেল যেসব রাজ্য

বাইডেনের ঝুলিতে গেল যেসব রাজ্য

এদিকে বাইডেনের ঝুলিতে গিয়েছে ক্যালিফোর্নিয়া এবং নিউ ইয়র্ক ছাড়াও ভারমন্ট, ম্যাসেচুসেটস, কনেটিকাট, নিউ জার্সি, মেরিল্যান্ড, ডেলাওয়্যার এবং ভার্জিনিয়াতে বিজয়ী হতে চলেছেন বাইডেন। এদিকে নিউ মেক্সিকো এবং কোলারাডো সহ মন্ট্যানা, মিনেসোটা, অ্যারিজোনাতেও বাইডেন এগিয়ে রয়েছেন। তাছাড়া গত কয়েক ঘণ্টায় উইসকনসিন এবং মিশিগান রাজ্যেও এগিয়ে গিয়েছেন বাইডেন। যদিও উইসকনসিনে বাইডেন-ট্রাম্পের ব্যবধান খুবই কম।

কারচুপির অভিযোগ তুলে সরব ট্রাম্প

কারচুপির অভিযোগ তুলে সরব ট্রাম্প

এদিকে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ইতিমধ্যেই সরব হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বেশ কয়েকটি রাজ্যে পুনঃগণনা সহ পেনসিলভেনিয়ায় ভোট গণনা স্থগিত রাখার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই মুহূর্তে যদি বেঁচে থাকা বাকি সব রাজ্য ট্রাম্পের পকেটে যায়, তাহলেও ট্রাম্প হোয়াইট হাউজে থেকে যেতে পারবেন।

ট্রাম্প-টুইটার সংঘাত জারি

ট্রাম্প-টুইটার সংঘাত জারি

এদিকে ট্রাম্প-টুইটার সংঘাত জারি। গতরাতে ট্রাম্প টুইট করে লেখেন, 'ভোটগণনা নিয়ে চাঞ্চল্যকর টুইট ডোনাল্ড ট্রাম্পের। লিখেছেন গতকাল রাতে আমি এগিয়ে ছিলেম। অনেক গুরুত্বপূর্ণ স্টেটে যেখানে ডেমোক্র্যাটরা দৌড়ে এগিয়ে ছিল ও নিয়ন্ত্রণ করত। কিন্তু হঠাৎ একে একে উধাও হয়ে যায়। অবাক কাণ্ড। নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত ও বিপথে চালনা করতে পারে এই মর্মে এই টুইট সরিয়ে দেয় টুইটার।' এই টুইটটিকে সোশ্যাল মিডিয়া সাইটের তরফে 'ফ্ল্যাগ' করা হয়।

<strong>একাধিক রিপাবলিকান রাজ্য হাতছাড়া, সুইং স্টেটে বাজিমাত করেও হেরে যাবেন ট্রাম্প?</strong>একাধিক রিপাবলিকান রাজ্য হাতছাড়া, সুইং স্টেটে বাজিমাত করেও হেরে যাবেন ট্রাম্প?

English summary
US Election results, Joe Biden goes up to 264 electoral votes while Donald Trump is stuck at 214
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X