For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ট্রাম্প বনাম বাইডেন, কোন রাজ্যে এখনও চলছে ভোট গণনা? নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ কবে

Google Oneindia Bengali News

মার্কিন যুক্তরাষ্ট্রের ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে নিষ্পত্তি হয়েছে সিংহভাগের। নির্বাচনে জিততে ২৭০ ইলেকটোরাল ভোট জিততে হবে এখজন প্রার্থীকে। তবে ৫০টি রাজ্যের মধ্যে এখনও ভোট গণনা বাকি রয়েছে ৫টি রাজ্যে। এর অর্থ, এখনও ৭৮টি ইলেকটোরাল কলেজ কার ঝুলিতে, তা জানে না মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশ্ব। এই রাজ্যগুলিতে ভোট গণনা কত দূর এগিয়েছে? একনজরে দেখে নিন এই পাঁচ রাজ্যের পরিসংখ্যান।

আলাস্কা

আলাস্কা

আলাস্কাতে এখনও নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়নি। সে রাজ্যে ভোট গণনা জারি রয়েছে এখনও। এখনও পর্যন্ত মাত্র ৪৭ শতাংশ ভোটের গণনা হয়েছে। দুর্গম এলাকা বিশিষ্ট এই রাজ্যের অধিকাংশ ভোটার ডাক যোগে নিজেদের মতামত জানিয়েছেন করোনা আবহে। তাই সেই সব ভোটের গণনা করতে সময় লাগছে। বর্তমানে ৪৭ শতাংশ ভোটের গণনার পর সেই রাজ্যে ৬২.৯ শতাংশ ভোট পেয়েছেন ট্রাম্প। অপরদিকে পিছিয়ে থাকা ডেমোক্র্যাট প্রার্থী বাইডেনের ঝুলিতে গিয়েছে ৩৩ শতাংশ ভোট।

অ্যারিজোনা

অ্যারিজোনা

অ্যারিজোনার নাম বাইডেনের খাতায় লেখা হয়ে গেলেও সেখানে এখন ভোট গণনা জারি রয়েছে। সেখানে এখনও পর্যন্ত ৮৬ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে। ঐতিহাসিক ভাবে রিপাবলিকান হিসাবে পরিচিত হলেও এই রাজ্যে এবার হয়ত নীল ঝড় বইতে চলেছে। ১৯৯৬ সালে শেষ বার কোনও ডেমোক্র্যাট এই রাজ্য জিতেছিলেন। বিল ক্লিন্টনের পর এবার বাইডেন সেই নজির গড়তে চলেছেন বলে মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত সে রাজ্যে বাইডেন পেয়েছেন ৫০.৭ শতাংশ ভোট। ট্রাম্পের ঝুলিতে গিয়েছে ৪৭.৯ শতাংশ ভোট।

জর্জিয়া

জর্জিয়া

এদিকে ১৬ ইলেকটোরাল ভোট বিশিষ্ট জর্জিয়াতে এখনও ভোট গণনা জারি রয়েছে। ৯৫ শতাংশ ভোট গণনার পরও সেখানে কোনও নেতা স্পষ্ট ভাবে এগিয়ে নেই। যদিও খাতায় কলমে সেরাজ্যে এগিয়ে রয়েছেন ডোনালড ট্রাম্প। তবে সেই লিড মাত্র ০.৬ শতাংশের। ট্রাম্পের ঝুলিতে গিয়েছে ৪৯.৭ শতাংশ ভোট। অপরদিকে বাইডেন পেয়েছেন ৪৯.১ শতাংশ ভোট।

উত্তর ক্যারোলাইনা

উত্তর ক্যারোলাইনা

এদিকে উত্তর ক্যারোলাইনাতেও ৯৫ শতাংশ ভোট গণনার পরও প্রক্রিয়া শেষ হয়নি বা ফলাফলের স্পষ্ট চিত্র পাওয়া যায়নি। সেরাজ্যে আপাতত ডোনাল্ড ট্রাম্প এগিয়ে রয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ৫০.১ শতাংশ ভোট পেয়েছেন এখনও পর্যন্ত। অপর দিকে ৪৮.৭ পেয়ে পিছিয়ে রয়েছেন জো বাইডেন।

নেভাদা

নেভাদা

এদিকে নেভাদায় ৮৬ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে। সেরাজ্যে এখনও এগিয়ে রয়েছেন জো বাইডেন। তবে ১৪ শতাংশ ভোট গণনা বাকি থাকায় এখনও সে রাজ্যের ফলাফলের বিষয়ে কোনও স্পষ্ট চিত্র মেলেনি। দুই দলই নেভাদায় জয়ের দাবি করছে। এখনও পর্যন্ত জো বাইডেন সেই রাজ্যে ৪৯.৩ শতাংশ ভোট পেয়েছেন। অপর দিকে ট্রাম্পের ঝুলিতে গিয়েছে ৪৮.৭ শতাংশ ভোট। তবে উল্লেখ্য বিষয়, দুই নেতার ভোটের ব্যবধান মাত্র ৮ হাজার।

পেনসিলভেনিয়া

পেনসিলভেনিয়া

পেনসিলভেনিয়ায় এখনও জারি রয়েছে ভোট গণনা। এই রাজ্যের উপর নজর দুই নেতারই। বর্তমানে এই রাজ্যে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে থাকলেও সেই ব্যবধান ক্রমেই কমে আসছে। মূলত এই রাজ্যের ডেমোক্র্যাটরা ডাক যোগে ভোট দিয়েছেন। এদিকে বিপুল সংখ্যক ভোট ডাক যোগে আসায় করোনা কালে সেখানে গণনায় সময় লাগছে। এখানেই আপত্তি তুলে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছেন ট্রাম্প। তাঁর বক্তব্য, নির্বাচনী দিন পেরিয়ে ভোট গণনার প্রক্রিয়া চলতে পারে না। এই পরিস্থিতিতে তিনি চান যাতে অবিলম্ভে ভোট গণনা বন্ধ করা হয় এবং ফলাফল ঘোষণা করা হয়। এই মুহূর্তে সে রাজ্যে ৫০.৭ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন ট্রাম্প। অপর দিকে ৪৮.১ শতাংশ ভোট পাওয়া বাইডেন দ্রুত ব্যবধান কমাচ্ছেন রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীর সঙ্গে।

<strong>মার্কিন গণতন্ত্রকে চ্যালেঞ্জ, পরাজয় হজম করতে নারাজ রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প </strong>মার্কিন গণতন্ত্রকে চ্যালেঞ্জ, পরাজয় হজম করতে নারাজ রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প

English summary
US Election results, Details of States where vote counting is continued, Biden or Trump, who leads
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X