For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হোয়াইট হাউজে টিকে থাকতে কষতে হবে 'কঠিন অঙ্ক', কোন সমীকরণে গদি বাঁচাতে পারেন ট্রাম্প?

Google Oneindia Bengali News

আমেরিকার অ্যারিজোনা রাজ্যে এখনও পর্যন্ত মাত্র ৮৬ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে। তবে এরই মাঝে সেরাজ্যে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের জয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে মার্কিন সংবাদ মাধ্যমের তরফে। এবং এর ফলে বাইডেনের জয় প্রায় নিশ্চিত। কারণ নেভেদায় এখনও ফলাফল ঘোষণা না হলেও সে ৬ ইলেকটোরেট ভোট বিশিষ্ট রাজ্যে এগিয়ে বাইডেন। তবে এখনও ট্রাম্পের হারের উপর শিলমোহর পড়েনি।

মিশিগান এবং উইসকনসিনে জয় বাইডেনের

মিশিগান এবং উইসকনসিনে জয় বাইডেনের

বুধবার রাতে মিশিগান এবং উইসকনসিনে জয় প্রায় পাকা করে ফেলেন জো বাইডেন। তবে এই দুই রাজ্যের ফলাফলের বিরুদ্ধে সরব হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মূলত মেইল-ইন ব্যালট বাতিলের দাবিতে সরব তিনি। কিন্তু এখন কী করণীয় রিপাবলিকানদের? মিশিগানে এখনও পর্যন্ত ৯৮ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে। তবে সেরাজ্যের ফলাফল নিয়ে মামলা দায়ের করেছে ট্রাম্পের দল।

খুব একটা পিছিয়ে নেই ট্রাম্প

খুব একটা পিছিয়ে নেই ট্রাম্প

১৬ ভোট বিশিষ্ট মিশিগানে ৯৮ শতাংশ ভোট গণনার পর দেখা গিয়েছে যে ট্রাম্প মাত্র ১৩ হাজার ভোটে পিছিয়ে। সেই ক্ষেত্রে বাকি দুই শতাংশ ভোট গণনা সম্পন্ন করার দাবিতে সেই রাজ্যের রাস্তায় ইতিমধ্যেই নেমে পড়েছেন রিপাবলিকান সমর্থকরা। এদিকে উইসকনসিনেও ভোটের ব্যবধান ২১ হাজার। এদিকে এই রাজ্যে দুই প্রার্থীর ভোটের ব্যবধান ১ শতাংশেরও কম। এই ক্ষেত্রে ফের ভোট গণনার আবেদন জানাতে পারেন ট্রাম্প। এবং তিনি সেটাই করেছেন।

নেভাদায় ঘুরে দাঁড়াতে পারেন ট্রাম্প

নেভাদায় ঘুরে দাঁড়াতে পারেন ট্রাম্প

এদিকে নেভাদায় ৮৬ শতাংশ ভোট গণনার পর দেখা গিয়েছে যে সেখানে ট্রাম্প পিছিয়ে মাত্র ৮ হাজার ভোটে। এই ব্যবধান যদি ট্রাম্প পার করতে পারেন, তাহলে সে রাজ্যের ৬টি ইলেকটোরাল ভোট পাবেন তিনি। এদিকে অ্যারিজোনায় দুই প্রার্থীর প্রাপ্ত ভোটের ব্যবধান ২.৮ শতাংশ। তবে এখনও সেরাজ্যে ১৪ শতাংশ ভোট গণনা বাকি। কঠিন হলেও এই ব্যবধান মিটিয়ে ফেলা অসম্ভব নয়।

জর্জিয়া ও নর্থ ক্যারোলাইনায় এগিয়ে ট্রাম্প

জর্জিয়া ও নর্থ ক্যারোলাইনায় এগিয়ে ট্রাম্প

এদিকে ১৬ ভোট বিশিষ্ট জর্জিয়া এবং ১৫ ভোট বিশিষ্ট নর্থ ক্যারোলাইনায় ভালো ব্যবধানে এগিয়ে রয়েছেন ট্রাম্প। সেই ক্ষেত্রে তিনি এই দুটি রাজ্যে এবং আলাস্কাতেও নিজের জয় সুনিশ্চিত ধরে নিতে পারেন। তাহলে ম্যাজিক ফিগার এবং ট্রাম্পের মাঝে দাঁড়িয়ে থাকবে শুধউমাত্র পেনসিলভেনিয়া। সেরাজ্যে এগিয়ে থাকলেও নিজের লিড দ্রুত গতিতে বাইডেনের কাছে হারাচ্ছেন তিনি।

ট্রাম্পের হোয়াইট হাউজ সমীকরণ

ট্রাম্পের হোয়াইট হাউজ সমীকরণ

বর্তমানে ট্রাম্পের ঝুলিতে রয়েছে ২১৪টি ইলেকটোরাল ভোট। ২৭০ ভোটের ম্যাজিক ফিগার থেকে ট্রাম্প বর্তমানে ৫৬টি ভোট দূরে। পেনসিলভেনিয়া (২০), নর্থ ক্যারোলাইনা (১৫), জর্জিয়া (১৬), আলাস্কা (৩) যদি ট্রাম্প জিতে যান, তাহলে ট্রাম্প পৌঁছে যাবেন ২৬৮ ভোটে। সেক্ষেত্রে নেভাদার ৮ হাজারের ব্যবধান ছাপিয়ে জিততে পারেন তাহলে সেই রাজ্যের ৬টি ভোট নিয়ে ট্রাম্প ছুঁয়ে ফেলবেন ২৭০-এর ম্যাজিক ফিগার।

নজরে পেনসিলভেনিয়া

নজরে পেনসিলভেনিয়া

পেনসিলভেনিয়ায় এখনও জারি রয়েছে ভোট গণনা। এই রাজ্যের উপর নজর দুই নেতারই। বর্তমানে এই রাজ্যে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে থাকলেও সেই ব্যবধান ক্রমেই কমে আসছে। মূলত এই রাজ্যের ডেমোক্র্যাটরা ডাক যোগে ভোট দিয়েছেন। এদিকে বিপুল সংখ্যক ভোট ডাক যোগে আসায় করোনা কালে সেখানে গণনায় সময় লাগছে। এখানেই আপত্তি তুলে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছেন ট্রাম্প।

পেনসিলভেনিয়া নিয়ে ট্রাম্পের বক্তব্য

পেনসিলভেনিয়া নিয়ে ট্রাম্পের বক্তব্য

ট্রাম্পের বক্তব্য, নির্বাচনী দিন পেরিয়ে ভোট গণনার প্রক্রিয়া চলতে পারে না। এই পরিস্থিতিতে তিনি চান যাতে অবিলম্ভে ভোট গণনা বন্ধ করা হয় এবং ফলাফল ঘোষণা করা হয়। এই মুহূর্তে সে রাজ্যে ৫০.৭ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন ট্রাম্প। অপর দিকে ৪৮.১ শতাংশ ভোট পাওয়া বাইডেন দ্রুত ব্যবধান কমাচ্ছেন রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীর সঙ্গে।

<strong>জয় ঘোষণা ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের, মার্কিন মুলুকে চলছে 'অপেক্ষার খেলা'</strong>জয় ঘোষণা ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের, মার্কিন মুলুকে চলছে 'অপেক্ষার খেলা'

English summary
US Election results 2020, Equation by which Republican Donald Trump can remain as President
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X