For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোন রাজ্যে এগিয়ে ট্রাম্প, কোথায় জয়ী বাইডেন? একনজরে মার্কিন নির্বাচনী ফলাফলের সার্বিক চিত্র

Google Oneindia Bengali News

মার্কিন মুলুকে জয়ের দোড়গোড়ায় জো বাইডেন। ভোট গণনার বর্তমান পরিস্থিতির নিরিখে হোয়াইট হাউজে বাইডেনের আগমন প্রায় নিশ্চিত। এই পরিস্থিতিতে পাঁচটি রাজ্য ছাড়া বাকিগুলিতে ফলাফল প্রায় স্পষ্ট হয়ে গিয়েছে। একনজরে দেখে নিন মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের নির্বাচনী ফলাফলের সার্বিক চিত্র।

ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া সহ শহরকেন্দ্রিক স্থানে জয় বাইডেনের

ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া সহ শহরকেন্দ্রিক স্থানে জয় বাইডেনের

মার্কিন রাজধানী ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়ার তিনটি ইলেকটোরাল ভোটই বাইডেনের ঝুলিতে যেতে চলেছে বলে এপির পূর্বাভাস। সেখানে ৬৬ শতাংশ ভোট গণনার পর বাইডেনের ঝুলিতে গিয়েছে ৯২ শতাংশ ভোট। ডেলাওয়্যারের তিনটি কলেজ ভোটও পাচ্ছেন জো বাইডেন। ৯৮ শতাংশ ভোট গণনার পর বাইডেনের ঝুলিতে পড়েছে ৫৯ শতাংশ ভোট। নিউ জার্সির ১৪টি ইলেকটোরাল ভোট বাইডেনের ঝুলিতে যোগ হয়েছে ৬১ শতাংশ ভোটের মাধ্যমে।

আমেরিকার পূর্ব উপকূলে বাইডেন ঝড়

আমেরিকার পূর্ব উপকূলে বাইডেন ঝড়

এছাড়া নিউ হ্যাম্পশায়ারের ৪, নিউ ইয়র্কের ২৯, রোড আইল্যান্ডের ৪ ভারমন্টের ৩টি করে ইলেকটোরাল কলেজ গিয়েছে বাইডেনের ঝুলিতে। এই রাজ্যগুলিতে যথাক্রমে ৫৩ শতাংশ, ৫৮ শতাংশ, ৫৯ শতাংশ এবং ৬৫ শতাংশ করে ভোট পেয়েছেন জো বাইডেন। ঐতিহাসিক ভাবে আমেরিকার পূর্ব উপকূলে অবস্থিত এই রাজ্যগুলি ডেমোক্র্যাট হিসাবে চিহ্নিত।

পূর্ব উপকূলে বাইডেনকে টক্কর ট্রাম্পের

পূর্ব উপকূলে বাইডেনকে টক্কর ট্রাম্পের

এদিকে ৯টি ইলেকটোরাল ভোট বিশিষ্ট দক্ষিণ ক্যারোলাইনা গিয়েছে ট্রাম্পের ঝুলিতে। সেই রাজ্যে তিনি ৫৬ শতাংশ ভোট পেয়েছেন। এছাড়া কেনটাকি (৮), টেনেসি (১১), ওয়াইও (১৮), লুসিয়ানা (৮), ইন্ডিয়ানা (১১), মিসিসিপি (৬), অ্যালাবামা (৯), মিসৌরি (১০), আরকানসাস (৬), ফ্লোরিডা (২৯), টেক্সাস (৩৮), আইওয়া (৬) গিয়েছে ট্রাম্পের ঝুলিতে।

পশ্চিম উপকূলে 'নীল' সুনামি

পশ্চিম উপকূলে 'নীল' সুনামি

ইলনয়িসের ২০টি ইলেকটোরাল আসন জো বাইডেন জিতে নিয়েছেন ৫৫ শতাংশ ভোট পেয়ে। মিশিগানে ৯৭ শতাংশ ভোট গণনার পর ১ শতাংশের কিছুটা বেশি ব্যবধানে ট্রাম্পকে পিছনে ফেলেছেন জো বাইডেন। এছাড়া মার্কিন মুলুকের পশ্চিম উপকূলের ক্যালিফোর্নিয়া (৫৫), কোলারাডো (৯), ওয়াশিংটন (১২) জেতেন বাইডেন। তাছাড়া মিনেসোটা (১০), অরেগন (৭), নিউ মেক্সিকো (৫) এবং হাওয়াই (৪) গিয়েছে ডেমোক্র্যাটদের ঝুলিতে।

আমেরিকার মধ্যাঞ্চলে ট্রাম্পের আধিপত্য

আমেরিকার মধ্যাঞ্চলে ট্রাম্পের আধিপত্য

ওলকলাহামার ৭টি ভোট, উটাহর ৬টি, উইওমিংয়ের ৩টি, ইদাহোর ৪টি, মনট্যানার ৩টি দক্ষিণ ডাকোটার ৩টি উত্তর ডাকোটার ৩টি, পশ্চিম ভার্জিনিয়ার ৫টি এবং কানসাসের ৬টি গিয়েছে ট্রাম্পের পকেটে। এই রাজ্যগুলি মূলত আমেরিকার মধ্যাঞ্চলের। এখানে মার্কিন কৃষিজীবীরা রক্ষণশীল এবং রিপাবলিকান সমর্থক হিসাবেই পরিচিত। এই সবকটি রাজ্যেই বড় ব্যবধানে জিতেছেন ট্রাম্প।

<strong>ট্রাম্প বনাম বাইডেন, কোন রাজ্যে এখনও চলছে ভোট গণনা? নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ কবে</strong>ট্রাম্প বনাম বাইডেন, কোন রাজ্যে এখনও চলছে ভোট গণনা? নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ কবে

English summary
US election results 2020, Democrat Joe Biden vs Republican Donald Trump, Who won which state
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X