For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা হানায় মন্দা আমেরিকায়! ৩২.৯ শতাংশের রেকর্ড হ্রাস মার্কিন অর্থনীতিতে, চলছে চাকরির হাহাকার

Google Oneindia Bengali News

করোনারয় জর্জরিত আমেরিকা। সেদেশে এই মারণ ভাইরাসের ছোঁবলে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন দেড় লক্ষ মানুষ। এরই মধ্যে চলছে চাকরির বাজারে মন্দা। কয়েক লক্ষ মানুষ সেখানে চাকরি হারিয়ে বেকার ভাতার জন্যে আবেদন করেছে। এসবের মধ্যে মার্কিন অর্থনীতির জন্যে আরও বাজে খবর। টানা দ্বিতীয় কোয়ার্টারে আমেরিকার অর্থনীতি হ্রাস পেয়েছে। আর সেদেশে মন্দা দেখা দিয়েছে।

মহামারী রোধের লক্ষ্যে লকডাউন

মহামারী রোধের লক্ষ্যে লকডাউন

বছরের শুরু থেকে করোনা মহামারী রোধের লক্ষ্যে লকডাউন জারি ছিল বিশ্বজুড়ে । এই লকডাউন চলাকালীন ব্যবসায়ের স্থবিরতা বন্ধ হয়ে যায় এবং এর জেরে যুক্তরাষ্ট্রের ইতিহাসের দীর্ঘতম অর্থনৈতিক প্রসারকে বন্ধ করে দিয়ে ১১ বছরের মধ্যে প্রথম মন্দা দেখা দিল।

করোনা আবহে যুক্তরাষ্ট্রের জিডিপি কমেছে ৩২.৯ শতাংশ

করোনা আবহে যুক্তরাষ্ট্রের জিডিপি কমেছে ৩২.৯ শতাংশ

জানা গিয়েছে প্রথম তিন মাসে ৫ শতাংশের পর দ্বিতীয় কোয়ার্টারে (এপ্রিল-জুন) যুক্তরাষ্ট্রের জিডিপি কমেছে ৩২.৯ শতাংশ। বৃহস্পতিবার মার্কিন ব্যুরো অব ইকোনোমিক অ্যানালাইসিস এই তথ্য দিয়েছে। ১৯৪৭ সালের পর যুক্তরাষ্ট্রের জিডিপির পরিমাণ কখনও এতটা কমেনি। ১৯৫৮ সালের দ্বিতীয় কোয়ার্টারে সর্বোচ্চ ১০ শতাংশের তুলনায় এটা তিন গুণেরও বেশি। এছাড়া ২০০৮ সালের মন্দার সময়কার চতুর্থ প্রান্তিকের সর্বোচ্চ ৮ দশমিক ৪ শতাংশের তুলনায় চার গুণ।

কয়েক কোটি আমেরিকান চাকরি হারিয়েছেন

কয়েক কোটি আমেরিকান চাকরি হারিয়েছেন

গত এপ্রিলে দুই কোটিরও বেশি আমেরিকান চাকরি হারিয়েছেন। চাকরি হারানোর এই রেকর্ড ছিল দেশটির বিগত ৮০ বছরের মধ্যে সর্বোচ্চ। বেকার থাকার কারণে সরকারি সুবিধা পাওয়ার আবেদনও আকাশচুম্বী। লকডাউন কিছুটা শিথিল হওয়ায় এই সংখ্যাটা কমলেও মহামারীর আগের পরিস্থিতির তুলনায় এখনো তা অনেক কম।

করোনার মৃত্যুমিছিল

করোনার মৃত্যুমিছিল

এদিকে বিশ্বের প্রথম দেশ হিসাবে করোনা মৃত্যুর বিভীষিকাময় রেকর্ড গড়ে দেড় লক্ষের গণ্ডি পার করেছে আমেরিকা। শেষ ১১ দিনেই ১০ হাজার মার্কিন নাগরিক কোভিডে প্রাণ হারিয়েছেন। বর্তমান পরিসংখ্যানের নিরিখে বিশ্বে কোভিড-মৃত্যুর এক চতুর্থাংশই আমেরিকায়। সেদেশে সংক্রামিত বেড়ে হয়েছে ৪৫ লক্ষ ২৭ হাজার ৯২১।

'শুনছি স্কুল খুলবেন, সেপ্টেম্বরে কী হবে উনি কী করে বুঝছেন?' মমতাকে ঝাঁঝালো তোপ দিলীপের 'শুনছি স্কুল খুলবেন, সেপ্টেম্বরে কী হবে উনি কী করে বুঝছেন?' মমতাকে ঝাঁঝালো তোপ দিলীপের

English summary
US Economy shrinks by 32.9 percent amid coronavirus pandemic as unemployment rate rises to 15 pc
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X