For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানে বালোচের বিচ্ছিন্নতাবাদীদের জঙ্গি তকমা দিল আমেরিকা

পাকিস্তানের থেকে আলাদা হোক বালোচ। এমনই দাবি বালোচের বিচ্ছিন্নতাবাদীদের। এই নিয়ে টানা কয়েক দশক ধরে অসন্তোষ চলছেই পাকিস্তানের বালোচে।

Google Oneindia Bengali News

পাকিস্তানের থেকে আলাদা হোক বালোচ। এমনই দাবি বালোচের বিচ্ছিন্নতাবাদীদের। এই নিয়ে টানা কয়েক দশক ধরে অসন্তোষ চলছেই পাকিস্তানের বালোচে। সম্প্রতি ইংল্যান্ডে ক্রিকেট ওয়ার্ল্ডকাপে পাকিস্তানের খেলার মাঝেই স্বাধীন বালোচের দাবিতে স্টেডিয়ামের বাইরে বিক্ষোভ দেখিয়েছিলেন ইংল্যান্ডে বসবাসকারী বালোচের বাসিন্দারা।

পাকিস্তানে বালোচের বিচ্ছিন্নতাবাদীদের জঙ্গি তকমা দিল আমেরিকা

সেদিন খেলা দেখতে হাজির হয়েছিলেন পাক সেনাপ্রধানও। বালোচের আন্দোলনকারীদের পোস্টার নিয়ে স্টেডিয়ামের বাইরে এই বিক্ষোভ মেনে নিতে পারেননি সেখানে বসবাসকারী পাকিস্তানের বাসিন্দারা। পোস্টার ছিঁড়ে পাল্টা আপত্তি জানিয়েছিলেন তাঁরা।

শুধু ইংল্যান্ডেই নয় স্বাধীন বালোচের দাবিতে বিক্ষোভ হয়েছে আমেরিকাতেও। পাকিস্তানের বালোচের এই বিচ্ছিন্নতাবাদীদের এবার জঙ্গির তকমা দিল পাকিস্তান। বালোচ লিবারেশন আর্মি(বিএলএ) নামে এই সংগঠনটি পাকিস্তানের বালোচ প্রদেশে একাধিক জায়গায় নাশকতা চালাচ্ছ বলে অভিযোগ। আমেরিকার স্বরাষ্ট্রমন্ত্রক বিবৃতি জারি করে জানিয়েছে, বিএলএ বালোচের একাধিক জায়গায় নিরাপত্তারক্ষী এবং সাধারণ মানুষের উপর হামলা চালাচ্ছে। আমেরিকায় বসবাসকারী কেনও ব্যক্তি যদি এদের কোনওভাবে সাহায্য বা মদত দিয়ে থাকে তাহলে তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলে নির্দেশ জারি করা হয়েছে।

গতবছরে পাকিস্তানের একাধিক জায়গায় নাশকতা চািলয়েছে বালোচ লিবারেশন আর্মি। গত অগস্টে চিনের এক ইঞ্জিনিয়ারের উপর হামলা চালিয়েছিল তারা। তার কয়েকমাস পরেই নভেম্বরে করাচিতে চিনের দূতাবাসে হামলা চালায়। তাতে সাত জনের মৃত্যু হয়েছিল। এই ধরনের একের পর এক ঘটনা ঘটিয়ে চলেছে বিএলএ। সেকারণেই পাকিস্তান আগেই বিএলএ-কে জঙ্গি ঘোষণা করেছিল। এবার আমেরিকাও জঙ্গি ঘোষণা করল।

English summary
US designated the Balochistan Liberation Army in Pakistan as a terrorist organisation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X