For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তালিবান জঙ্গি নেতা নুর ওয়ালিকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করল আমেরিকা

পাকিস্তানের তেহেরিক-এ-তালিবানের পাক প্রধান নুর ওয়ালিকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করল আমেরিকা। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বিবৃতি জারি করে এই ঘোষণা করা হয়েছে।

Google Oneindia Bengali News

পাকিস্তানের তেহেরিক-এ-তালিবানের পাক প্রধান নুর ওয়ালিকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করল আমেরিকা। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বিবৃতি জারি করে এই ঘোষণা করা হয়েছে। জঙ্গি দমনে আবারও একটা বড় পদক্ষেপ করল পাকিস্তান। ৯/১১ হামলার বর্ষপূর্তি উপলক্ষ্যে এই নির্দেশিকা জারি করা হয়। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে ১১টি জঙ্গি সংগঠনের তালিকা প্রকাশ করা হয়েছে। যেগুলি আমেরিকা সহ গোটা বিশ্বে নাশকতা তৈরি করছে।

তালিবান জঙ্গি নেতা নুর ওয়ালিকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করল আমেরিকা

বিবৃতিতে জানানো হয়েছে এই আমেরিকার কালো তালিকা ভুক্ত জঙ্গিদের মালিকাধীন যাবতীয় সম্পত্তি বােজয়াপ্ত করা হবে। অবশ্যই মার্কিন প্রশাসনের আওতাভুক্ত সম্পত্তিই বাজেয়াপ্ত করা হবে। আমেরিকায় থাকা কোনও ব্যক্তি এই কালো তালিকাভুক্ত জঙ্গির সঙ্গে কোনও রকম আর্থিক লেনদেনে জড়িত থাকলে তাঁকেও দোষী হিসেবে গন্য করা হবে।

এর আগে মাসুদ আজহারকেও আন্তর্জাতিক জঙ্গি হিসেবে ঘোষণা করেছিল আমেরিকা। পরে রাষ্ট্রপুঞ্জ তাকে আন্তর্জাতিক জঙ্গির তকমা দেয়। কালো তালিকাভুক্ত জঙ্গিরা হল।

মুফতি নূর ওয়ালি মেহসুদ নামে পরিচিত তিনি। পাকিস্তানে তেহরিক ই তালিবানের নেতৃত্বে রয়েছে সে। পাকিস্তানে একাধিক বিধ্বংসী জঙ্গি হামলার মূল চক্রী এই নূর ওয়ালি।

[ জম্মু ও কাশ্মীরে বিশেষ মর্যাদা খারিজ থেকে ব্যাঙ্ক সংযুক্তিকরণ! প্রথম ১০০ দিনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত][ জম্মু ও কাশ্মীরে বিশেষ মর্যাদা খারিজ থেকে ব্যাঙ্ক সংযুক্তিকরণ! প্রথম ১০০ দিনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত]

মারওয়ান ঈশা ইজ-অল-দিন-আল-কাসিম ব্রিগেডস এর নেতা। হামাসের শাখা সংগঠন এটি। এছাড়াও রয়েছে মুহম্মদ অল হিন্দি প্যালেস্তাইন ইসলামিক জিহাদের নেতা। বাহ আবু আল আটা। প্যালেস্তাইল ইসলামিক জিহাদের আরেক নেতা। যে গাজার দায়িত্বে রয়েছে। এরকম একাধিক জঙ্গিকে কালো তালিকাভুক্ত করেছে আমেরিকা।

 [ নমামী গঙ্গা প্রকল্পের খরচ যোগাতে পাওয়া উপহার নিলামে তুলছেন মোদী] [ নমামী গঙ্গা প্রকল্পের খরচ যোগাতে পাওয়া উপহার নিলামে তুলছেন মোদী]

English summary
US declared Tehrik-e Taliban Pakistan chief Noor Wali as a terrorist
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X