For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমেরিকায় ফের শ্বেতাঙ্গ পুলিশের হাতে নিহত কৃষ্ণাঙ্গ যুবক! ক্রমেই আরও জটিল হচ্ছে পরিস্থিতি

Google Oneindia Bengali News

আমেরিকায় ফের কৃষ্ণাঙ্গ মৃত্যু। এবারও সেই শ্বেতাঙ্গ পুলিশের হাতে নিহত হতে হয় কৃষ্ণাঙ্গ এক যুবককে। জর্জ ফ্লয়েডের হত্যার ঘটনার রেশ এখনও কাটেনি। এখনও বিক্ষোভ চলেছে অ্যামেরিকার একাধিক জায়গায়। তারই মাঝে এবার এই ঘটনায় ফের নতুন করে উত্তেজনা ছড়িয়েছে সেদেশে।

আমেরিকার জর্জিয়ায় পুলিশের গুলিতে মৃত্যু এক কৃষ্ণাঙ্গের

আমেরিকার জর্জিয়ায় পুলিশের গুলিতে মৃত্যু এক কৃষ্ণাঙ্গের

আমেরিকার জর্জিয়ায় পুলিশের গুলিতে মৃত্যু হল এক কৃষ্ণাঙ্গের। আমেরিকার জর্জিয়া রাজ্যের অ্যাটল্যান্টা শহরের ঘটনা। ওই ব্যক্তিকে গ্রেপ্তার করতে গিয়ে গুলি চালায় পুলিশ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর৷ আজ অ্যাটলান্টার মেয়র জানান, এই ঘটনার পর পদত্যাগ করেছেন অ্যাটল্যান্টা শহরের পুলিশ চিফ৷

গ্রেফতার করতে গিয়ে গুলি

গ্রেফতার করতে গিয়ে গুলি

বিবৃতিতে আরও বলা হয়, 'ঘটনাস্থলে গিয়ে পুলিশ ওই ব্যাক্তিকে গ্রেফতার করতে যায়৷ সেই সময় ব্রুকস একজন পুলিশ অফিসারের টিজার নিয়ে পালানোর চেষ্টা করে৷ এরপর তাকে ধরার চেষ্টা করে পুলিশ ৷ ব্রুক পুলিশের দিকে তাক করে টিজারটি৷ এরপর ওই অফিসার ব্রুকসকে লক্ষ্য করে গুলি চালায়৷'

অ্যাটল্যান্টা পুলিশ চিফ এরিকা শিল্ড নিজেই পদ থেকে সরে গেছেন

অ্যাটল্যান্টা পুলিশ চিফ এরিকা শিল্ড নিজেই পদ থেকে সরে গেছেন

এক প্রত্যক্ষদর্শী ঘটনাটির ভিডিও করেছে বলে জানা গিয়েছে৷ অ্যাটল্যান্টার মেয়র কেইশা ল্যান্স বটমস বলেন, অ্যাটল্যান্টা পুলিশ চিফ এরিকা শিল্ডস এই মর্মান্তিক ঘটনার পর নিজেই পদ থেকে সরে গেছেন৷ এটি সম্পূর্ণ তাঁর নিজের সিদ্ধান্ত৷

জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গের মৃত্যুতে উত্তাল আমেরিকা

জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গের মৃত্যুতে উত্তাল আমেরিকা

২৫ মে আমেরিকার মিনিয়াপলিসে পুলিশি হেপাজতে জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গের মৃত্যু হয়৷ সেই ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে যায়৷ এরপরই অ্যামেরিকা সহ গ্রিস, ইট্যালি , ডেনমার্ক, জার্মানি, ফ্রান্স, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা ও অন্যান্য দেশে শুরু হয় বিক্ষোভ৷

English summary
US cop shoots black man while arresting him in USA's Atlanta as situation escalates furthermore
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X