For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কৃষকদের শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার যেন খর্ব না করা হয়, দাবি মার্কিন কংগ্রেসের

Google Oneindia Bengali News

মার্কিন কংগ্রেসের শক্তিশালী ভারতীয় ককাসের দাবি, ভারতীয় সরকারে উচিত এটা সুনিশ্চিত করা, যাতে আন্দোলকারী কৃষকদের বিক্ষোভ প্রদর্শন করার অধিকার খর্ব না করা হয়। তাছাড়া আন্দোলনের স্থানে ইন্টারনেট সংযোগ ফিরিয়ে দেওয়ার দাবিও তোলেন মার্কিন কংগ্রেসের সদস্য ব্র্যাড শারম্যান। প্রসঙ্গত, শারম্যান মার্কিন কংগ্রেসের ভারতীয় ককাসের চেয়ারপার্সন। এই ককাসের ভাইস চেয়ারপার্সন রো খান্নাও এই একই বক্তব্য পেশ করেন।

অবরোধ কর্মসূচিতে সবচেয়ে সমস্যায় পড়েন সাধারণ মানুষ

অবরোধ কর্মসূচিতে সবচেয়ে সমস্যায় পড়েন সাধারণ মানুষ

যে কোনও ধরনের অবরোধ কর্মসূচিতে সবচেয়ে সমস্যায় পড়েন সাধারণ মানুষ৷ অবরোধে আটকে নাকাল হতে হয় তাঁদের৷ ফলে অবরোধ চলাকালীন অনেকেই ক্ষুব্ধ হয়ে ওঠেন৷ কৃষক নেতারাও বিষয়টি বিলক্ষণ জানেন৷ এছাড়া গত প্রজাতন্ত্র দিবসের দিন দেশের রাজধানী উত্তাল হয়ে উঠেছিল কৃষকদের ট্রাক্টর মিছিলকে কেন্দ্র করে৷ সেই ঘটনার পুনরাবৃত্তি চায় না কৃষি বিলের বিরুদ্ধে আন্দোলনকারী কৃষকরা৷

কৃষক বিক্ষোভ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বাড়ছে শোরগোল

কৃষক বিক্ষোভ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বাড়ছে শোরগোল

এদিকে দেশে ও বিদেশে কৃষক বিক্ষোভ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বাড়ছে শোরগোল৷ এই অবস্থায় আগেই নেট দুনিয়ার 'টুলকিট' নির্মাতাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল দিল্লি পুলিশ৷ এবার টুলকিট নির্মাতাদের ইমেল আইডি, ইউআরএল ও সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাকাউন্টের তথ্য গুগল এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সংস্থার কাছে জানতে চাইল দিল্লি পুলিশ৷

কৃষকদের সমর্থন করেছিলেন পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ

কৃষকদের সমর্থন করেছিলেন পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ

অন্য আন্তর্জাতিক ব্যক্তিত্বদের সঙ্গে আন্দোলনকারী কৃষকদের সমর্থন করেছিলেন পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ৷ নিজের হ্যান্ডেল থেকে একটি টুলকিট শেয়ার করেছিলেন তিনি৷ এবার সেই 'টুলকিট' নির্মাতাদের সম্পর্কে তথ্য চেয়ে সোশ্যাল মিডিয়া সংস্থাগুলিকে চিঠি পাঠাল দিল্লি পুলিশ৷

'টুলকিট' নির্মাতাদের বিরুদ্ধে মামল দায়ের

'টুলকিট' নির্মাতাদের বিরুদ্ধে মামল দায়ের

বৃহস্পতিবার 'টুলকিট' নির্মাতাদের বিরুদ্ধে মামল দায়ের করেছিল দিল্লি পুলিশ৷ পুলিশ অভিযোগ করেছিল, ওই 'টুলকিট'-এর মাধ্যমে ভারত সরকারের বিরুদ্ধে সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক যুদ্ধ চালানো হচ্ছে৷ এই বিষয়ে চিঠি পাঠানো হয়েছে গুগল ও অন্য সংস্থাগুলিকে৷ পুলিশ জানিয়েছে, গুগল ডকুমেন্টের মাধ্যমে তথ্যগুলি আপলোড করে পরে তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে৷

English summary
US Congress's India Panel said to Centre, Allow peaceful protest by Farmers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X