For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইমরানের মার্কিন-সফরের আগে হাফিজ ইস্যুতে ট্রাম্পকে তুলোধোনা ইউএস কমিটির!

সামনেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মার্কিন সফর রয়েছে। তার আগে, ইসলামাবাদ হঠাৎই জামাত নেতা তথা কুখ্যাত জঙ্গি হাফিজ সইদকে গ্রেফতার করেছে।

  • |
Google Oneindia Bengali News

সামনেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মার্কিন সফর রয়েছে। তার আগে, ইসলামাবাদ হঠাৎই জামাত নেতা তথা কুখ্যাত জঙ্গি হাফিজ সইদকে গ্রেফতার করেছে। ফলে বিশ্ব রাজনীতিতে পাক কূটনীতির মুখোশ খানিকটা হলেও খুলে গিয়েছে! এদিকে, মার্কিন মুলুকে জঙ্গি হাফিজকে নিয়ে ব্যাপক আলোচনা। সেখানে একদিকে প্রেসিডেন্ট ট্রাম্প একরকম বলছেন, অন্যদিকে ইউএস কমিটি প্রেসিডেন্টকে কার্যত তুলোধনা করে দিয়েছে এই হাফিজ সইদ ইস্যুতে।

 ট্রাম্প যা বলেছিলেন..

ট্রাম্প যা বলেছিলেন..

ইমরান খানের মার্কিন সফরের আগে মার্কিন চাপের মুখে পড়েই পাকিস্তান হাফিজ সইদকে গ্রেফতার করেছে এমনই মত ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তাঁর আরও দাবি ছিল যে, গত ১০ বছর ধরে পাকিস্তান খুঁজে চলেছে হাফিজ সইদকে! আর ট্রাম্পের এই দাবির পরই ইউএস কমিটি কার্যত তুলোধনা করে ছাড়ে মার্কিন প্রেসিডেন্টকে।

 ইউএস কমিটির দাবি

ইউএস কমিটির দাবি

মার্কিন বিদেশ মন্ত্রকের কমিটি সাফ জানিয়ে দিয়েছে, পাকিস্তান মোটেও ১০ বছর ধরে হাফিজকে খুঁজছিল না। পাকিস্তানের মাটিতে জঙ্গি হাফিজ সইদ খুল্লামখুল্লা ঘুরে বেড়াচ্ছিল। গত ২০০১ সালের ডিসেম্বর, ২০০২ মে মাস, ২০০৬ অগাস্ট, ডিসেম্বর ২০০৮, সেপ্টেম্বর ২০০৯, জানুয়ারি ২০১৭ সালে বারবার গ্রেফতার হয়েছে হাফিজ সইদ, বলে রিপোর্টে জানিয়ে দেয় মার্কিন গিদেশমন্ত্রকের কমিটি। এরপরই কড়া ভাষায় মার্কিন কমিটির দাবি, 'এবার হাফিজকে দোষী যাতে সাব্যবস্ত করা হয়, তার জন্য অপেক্ষা'।

 পাকিস্তানের নড়বড়ে অবস্থান ও হাফিজ

পাকিস্তানের নড়বড়ে অবস্থান ও হাফিজ

বহুবার মার্কিন চাপ ও আন্তর্জাতিক চাপের মধ্যে পড়ে হাফিজ সইদকে গ্রেফতার করেছে পাকিস্তান। তবে যতবারই গ্রেফতার বা গৃহবন্দি করা হয়েছে তাকে ,ততবারই ছেড়েও দেওয়া হয়েছে জঙ্গি হাফিজকে। শুধু তাই নয়, জঙ্গি হাফিজ, যাকে বিশ্ব সন্ত্রাসবাদী হিসাবে তকমা দেওয়া হয়েছে, তার প্রতিনিধিরা পাক নির্বাচনে অংশও নিয়েছে। ফলে জঙ্গি দমন ২৬ /১১ মুম্বি হামলার মূলচক্রী হাফিজ দমন নিয়ে কোনও দিনই বড় সিদ্ধান্তে আসতে পারেনি ইসলামাবাদ।

English summary
US committee says Hafiz Saeed was living freely in Pakistan.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X