For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২৬/১১ হামলার দোষীদের শাস্তি দিক পাকিস্তান, ভারতের পাশে দাঁড়িয়ে ফের বার্তা আমেরিকার

২০০৮ সালের মুম্বই হামলা এক বর্বরোচিত অধ্যায়। এদিন মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ সচিব মাইক পম্পেও ফের একবার পাকিস্তানকে এই হামলা নিয়ে বার্তা দিলেন।

  • |
Google Oneindia Bengali News

২০০৮ সালের মুম্বই হামলা এক বর্বরোচিত অধ্যায়। এদিন মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ সচিব মাইক পম্পেও ফের একবার পাকিস্তানকে এই হামলা নিয়ে বার্তা দিলেন। রাষ্ট্রপুঞ্জের যে নির্দেশ রয়েছে এই হামলা নিয়ে তা যথাযথভাবে পালন করুক পাকিস্তান সহ বাকী দেশ। বিশেষ করে লস্কর ই তৈবা সহ জঙ্গিদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে তা করা হোক।

হামলার দশ বছর

হামলার দশ বছর

এদিন মুম্বই হামলার দশ বছর পূর্ণ হচ্ছে। ২০০৮ সালের মুম্বই হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে খবর দিলে ৫ মিলিয়ন মার্কিন ডলায় পুরস্কারের ঘোষণা হয়েছে। মাইক পম্পেও বলেছেন, মুম্বই হামলা চালানো অপরাধীরা এখনও সাজা পায়নি। নিহতদের পরিবারও বিচার পায়নি।

পম্পেও-এর বার্তা

পম্পেও-এর বার্তা

তাই সব দেশ, বিশেষ করে পাকিস্তানকে মার্কিন বিদেশ সচিব রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের যে নির্দেশ রয়েছে তা মানার কথা মনে করিয়ে দিয়েছেন। এই ধরনের অপরাধের সঙ্গে যারা যুক্ত ছিল, সেই লস্কর জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন।

নৃশংস হত্যালীলা

নৃশংস হত্যালীলা

মুম্বই হামলায় সবমিলিয়ে মোট ১৬৬ জন মানুষ নিহত হন। তার মধ্যে অনেক মার্কিন নাগরিক ছিলেন। মোট ১০জন লস্কর জঙ্গি মিলে হামলা চালায়। তার মধ্যে ৯ জনকে এনকাউন্টারে মারা হয়। জীবিত পাকড়াও করা হয় আজমল কসাভকে। তারপরে তাকে ফাঁসিতে চড়ানো হয়।

ভারতের পাশে আমেরিকা

ভারতের পাশে আমেরিকা

মাইক পম্পেও মুম্বই হামলার দশ বছর পূর্তি উপলক্ষ্যে বলেছেন, আমেরিকা প্রশাসন ও আমেরিকাবাসীর তরফে ভারতবাসীর পাশে আমরা রয়েছি। নিহতদের পরিবারের পাশে আমরা রয়েছি। এমন বর্বর হত্যালীলা সারা দুনিয়াকে স্তব্ধ করে দিয়েছে।

English summary
US calls upon Pakistan to implement UNSC sanctions against 26/11 perpetrators
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X