For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিড়ির উপর নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র

Google Oneindia Bengali News

বিড়ির উপর নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র
ওয়াশিংটন, ২২ ফেব্রুয়ারি : ভারতীয় সংস্থার বিড়ি আমদানি ও বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করল মার্কিন নিয়ন্ত্রকরা। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কারণ,২০০৭ সাল থেকে বাজারে যে তামাকজাত দ্রব্য রয়েছে তার থেকে সম্পূর্ণ আলাদা এই বিড়ি। এবং নতুন নিয়ন্ত্রণ চাহিদাকে মোটাতে পারছে না বলে জানিয়েছে মার্কিন ফুড ও ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা এফডিএ।

বিড়িতে সিগারেটের তুলনায় উচ্চমাত্রার নিকোটিন ও কার্বন মনোক্সাইড রয়েছে

এফডিএ-র তরফে জানানো হয়েছে, আন্তঃরাজ্য বাণিজ্য ও আমদানির স্বার্থে আর বিড়ি সংরবরাহ করা বা বিক্রি করা যাবে না। এই নির্দেশিকা সূত্রা বিড়ির রেড, মেন্থল,রেড কোন ও মেন্থল কোনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই নির্দেশ অমান্য করে মার্কিন যুক্তরাষ্ট্রে সংস্থাগুলি যদি বিক্রি বা সরবরাহ অব্যাহত রাখে তবে তাদের উপর এফডিএ বলপ্রয়োগের ব্যবস্থা নিতে বাধ্য হবে বলেও জানানো হয়েছে।

অসুখ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের বা সিডিসি-র তরফে বলা হয়েছে, এই বিড়িতে উচ্চমাত্রার নিকোটিন রয়েছে। এমনকী সাধারণ সিগারেটের তুলনায় কার্বন মনোক্সাইডের পরিমাণও বেশি। সিডিসির ওয়েবসাইটে বলা হয়েছে, সাধারণ সিগারেটের তুলনায় বিড়ি সেবন করা হলে তিন থেকে পাঁচগুণ বেশি নিকোটিন, টার ও কার্বন মনোক্সাইড শরীরের ভিতরে প্রবেশ করে।

২০১১ সালে একটি সমীক্ষায় দেখা গিয়েছে, হাই স্কুলের ২ শতাংশ ছাত্র ও মধ্য স্কুলের ১.৭ শতাংশ ছাত্র বিড়ি সেবন করে।

English summary
US bans bidis made by Indian tobacco company
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X