For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পদত্যাগ করলেন ভারতের মার্কিন রাষ্ট্রদূত ন্যান্সি পওয়েল

Google Oneindia Bengali News

পদত্যাগ করলেন ভারতের মার্কিন রাষ্ট্রদূত ন্যান্সি পওয়েল
ওয়াশিংটন, ১ এপ্রিল : শেষ হয়ে গেল ৩৭ বছরের কূটনৈতিক জীবন। পদত্যাগ করলেন ভারতের মার্কিন রাষ্ট্রদূত ন্যান্সি পওয়েল । সোমবার ন্যান্সি জানালেন ইতিমধ্য়েই পদত্যাগপত্র রাষ্ট্রপতি বারাক ওবামার কাছে পাঠিয়ে দিয়েছেন তিনি। নিজের জন্য কিছু সময় চান ন্যান্সি। সেই কারণেই এই পদত্যাগের সিদ্ধান্ত জানালেন ন্যান্সি।

যদিও সরকারি তরফে ন্যান্সির পদত্যাগের কোনও নির্দিষ্ট কোনও কারণ জানানো হয়নি। ৩৭ বছরের পেশায় ন্যান্সি ইতি টানলেন শুধু এটুকুই জানানো হয়েছে।

দীর্ধ ৩৭ বছরের পেশাজীবনে ভারত-সহ উগাণ্ডা, ঘানা, পাকিস্তান, নেপালে মার্কিন রাষ্ট্রদূত হিসাবে কাজ করেছেন ন্যান্সি। এছাড়াও কানাডা, টোগো , বাংলাদেশ, ওয়াশিংটনের পররাষ্ট্র কৃত্যকের ডিরেক্টর জেনারেল ছিলেন।

প্রশ্ন উঠছে ওবামা প্রশাসনের সঙ্গে কোনও বিরোধের কারণেই কী ন্যান্সির পদত্যাগ ?

তবে ন্যান্সির এই আচমকা পদত্য়াগে মার্কিন মহলে প্রশ্ন উঠেছে। মনে করা হচ্ছে ওবামা প্রশাসনের সঙ্গে বিরোধের জেরেই এই ইস্তফা। যদিও সোমবার ওবামা প্রশাসন এই দাবি অস্বীকার করেছে।

২০১২ সালের ১৯ এপ্রিল ভারতের মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ করেছিলেন ন্যান্সি পওয়েল। সাধারণত কোনও মার্কিন রাষ্ট্রদূতকে যখন নিয়োগ করা হয়, তার চাকরির মেয়াদ থাকে ২ বছর। ২ বছর সম্পূর্ণ হওয়ার আগেই পদত্যাগ করলেন ন্যান্সি।

উল্লেখ্য সম্প্রতি বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন ন্যান্সি। ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার জন্য কী করা যায় সে বিষয়ে পওয়েল মোদীর সঙ্গে আলোচনা করেন। সম্ভাব্য মার্কিন বিনিয়োগ নিয়ে মমতার সঙ্গে বৈঠক করেন পওয়েল।

English summary
U.S. ambassador to India resigns after diplomatic row
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X